অকবির কবিতা

লিখেছেন লিখেছেন ব১কলম ২৮ মে, ২০১৩, ০৮:২০:৩৬ রাত

সবাই যখন চলে গেল আমি তখন বসে

কেমনে যাবে ক’টি মাস হিসেব করি কষে ।

’জাওহার’ নাকি দাঁড়াতে পারে ধরি জানালা

কচি মুখের উচ্ছল হাসি সেকি যায় ভোলা

হপ্তাহ গেল, মাস গেল, দেখিনি তার মুখ

নিরিবিলি ভাবতে ভাবতে ফেটে যায়রে বুক।

মনের কোনে উঁকি মারে হতাশা এক রাশ

কোন প্রতিকার হবে নাক? পড়ল এত লাশ!

রাত আঁধারে চালায় গুলি, নিভিয়ে সব আলো

পশুর চেয়েও অধম তারা, দ্রোহের আগুন জ্বালো ।

দালাল সরকার আসছে সেতো নাহি যাবার লাগি

তাইতো তারা মারছে মানুষ দিয়ে বৈঠা লগি ।

যতই লাগুক লাশ ফালিয়ে ক্ষমতা না ছাড়ি

টিয়ার- গুলি, মামলা -হামলায় করব ছাড়া বাড়ি

বড় দাদার আশির্বাদে সাহস গেছে বেড়ে

বেশী বাড়লে - বলছি, তোরা যাবি এদেশ ছেড়ে

এদেশ আমার বাপের তালূক, মোদের অধিকার

যাকে খুশি তাকে মারব, তোরা কে তা দেখার?

খত দিয়ে যারা চাইবে থাকবে এ দেশে

নইলে তাদের খবর আছে, দেখবি রাত শেষে ।

বিষয়: বিবিধ

১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File