দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ কভারেজ পেলেও দ্বিতীয় প্রজন্মের বাকশাল কভারেজ নেই কেন?
লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ২১ মে, ২০১৩, ০৬:৫২:৫০ সন্ধ্যা
দ্বিতীয় প্রজন্মের মুক্তি যুদ্ধ কে মিডিয়া অভাবনীয় কভারেজ দিয়েছিলো। রাতদিন ২৪ঘন্টা লাইফ টেলিকাষ্ট হতো। কোথাকার কোন বস্তির ছেলে রাজিব হয়ে উঠে ছিলো শহীদ মুক্তি যোদ্ধা!
চটি লেখকের সম্মানে, নামসবস্থ সাংবাদিক বুদ্ধিজীবীদের আবেগ উথলে উঠতে ছিলো। টকশো গুলোতে সেকি উম্মাদনা। ওসব দেখে পুলকিত হয়ে ছিলাম।
ঘোষনা দিয়ে শাহবাগের নাটকের বিরুদ্ধে একাধিক পোষ্ট দিয়ে ছিলাম। আমাকে ছাগু বলে জই মামুন টাইপের সাংবাদিকদের কটুক্তি সয়েছি।
সেসব এখন অতীত তারাও ভুলে গেছে আর আমরাও ভুলতে চেষ্টা করছি।
কিন্তু এখন সরকার যখন ঘোষণা দিয়ে একমাসের জন্য বাকশাল চালু করলো তার কভারেজ একেবারেই নেই।
সব নিরব।
সম্ভবত বিরিয়ানি আর টাকা পয়সা নেই বলে আমার প্রগতিশীল সাংবাদিক বন্ধুদের মন খারাপ। সম্প্রতি ফেসবুকে আমার এক বন্ধু লিখেছিলো যে বর্তমানে সবচেয়ে সস্তায় নাকি সাংবাদিক ভাড়া পাওয়া যায়!!
সমাজের বৃত্তশালিরা নাকি এখন বডিগার্ডের পাশাপাশি সাংবাদিকদেরও ভাড়া করে!!
বাকশালের ব্যাপারে হলুদ মিডিয়ার মুখে কুলুপ ছিলো বলেই আমার দেশ দিগন্ত আর ইসলামকি টিভি বন্ধ করার নিউজ কাংঙ্খিত কভারেজ পায়নি। এক কলাম নিউজ ছিলো। মাহমুদুর রহমানকে গ্রেফতারের পর কিছু কিছু হলুদ ফ্যাক্টরী আবার উল্লাসও করে ছিলো।
অবশ্য দেরিতে হলেও ঘুম ভেঙ্গেছে কথিত মিডিয়া মুঘোলদের। তারা একযোগে একখানা বিবৃতি দিয়েছেন।
মুখে মুখে দাবী করেছেন পত্রিকা আর টিভি চ্যানেল খোলার। মামলা প্রত্যাহারের কথাও বলেছেন ১৫জন সম্পাদক।
তবে এতেও মন ক্ষুন্ন হয়েছে সরকারের।
দ্বিতীয় প্রজন্মের বাকশাল সরকারের অন্যতম কাণ্ডারী ইনু সাহেব একখানা সাংবাদিক সম্মেলন করে গতকাল দাবী করেছেন এদেশের সম্পাদকরা মুর্খ টাইপের, তারা না বুঝেই আমার দেশ পত্রিকার সম্পাদকের মুক্তি ও পত্রিকাটির ছাপা খানা আর দিগন্ত ও ইসলামিক টিভি খুলে দেবার জন্য বিবৃতি দিয়েছেন।
তিনি কড়া ভাষায় এরকম ওকালতি না করার নির্দেশ দিয়েছেন।
হঠাৎ মন্ত্রীর ধারণা আইন কানুন সে ছাড়া আর কেউ পড়েনি। মখার এই যোগ্য উত্তসরি আরো বলেছেন, চাইলে আমার দেশ অন্য কোন প্রেস থেকে ছাপা হতে পারে!
প্রশ্ন করতে ইচ্ছে করে তবে কেন সংগামের প্রেস কর্মীদের জেলে নেওয়া হয়ে ছিলো?
বাকশালের মন্ত্রীদের আচরণ আর কথা-বার্তা চরম হাস্যকর।
বিষয়: বিবিধ
১৮২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন