۩۞۩ হাসিঃ জোর করে কথা বলানো ۩۞۩

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২১ মে, ২০১৩, ০৬:৪৮:৩০ সন্ধ্যা



যদি কেউ কথা না বলাকে পছন্দ করে তবে তাকে জোর করে কথা বলানো উচিৎ নয় । তাতে ক্ষতির আশাংকা রয়েছে। যেমনঃ

এক বউ বিয়ে হয়ে নতুন শশুরবাড়ী এসে কোন কথা বলতো না। শাশুড়ী বললেন, "বউ তুমি কথা বলনা কেন?"

বউ বললো, " আমার মা আমাকে নিষেধ করে দিয়েছেন যেন শশুরবাড়ী গিয়ে কোন কথা না বলি।"

শাশুড়ী বললেন, "তোমার মা কিছু জানেন না। তুমি এখন থেকে কথা বলিও।"

বউ বললো, "এখন থেকে তাহলে কথা বলতে হবে?"

শাশুড়ীঃ " হাঁ, তুমি অবশ্যই কথা বলবা।"

বউ বললো, " আম্মা একটা প্রশ্ন করতে চাই।"

শাশূড়ী বললেন, হাঁ, হাঁ প্রশ্ন কর। এই তো চাই।"

বউ বললো, " আচ্ছা আম্মা, যদি আপনার ছেলে মারা যায় আর যদি আমি বিধবা হয়ে পড়ি তবে কি আমাকে আমার অন্য কোন খানে বিয়ে দিবেন, না এমনিই ঘরে বসিয়ে রেখে দিবেন?"

শাশুড়ীঃ হায় তৌবা! একি কথা! বউ, বরং তুমি চুপ থাক সেই ভাল। মা যে নিষেধ করেছেন কথা না বলতে তাই ঠিক করেছেন। তুমি বাছা আর কথা বলিও না--



================================

কথা কম বললে ভাল না হোক ক্ষতির সম্ভাবনা কম থাকে--

বিষয়: বিবিধ

১৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File