(বিচারক !)ম্যাজিস্ট্রেট সহিদুল ইসলাম কে মাহমুদুর রহমান এর নজীর বিচিন অপমান

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ১২ এপ্রিল, ২০১৩, ০৮:১০:১১ সকাল

মন স্বাস্থ্য দুটোই ভয়াবহ খারাপ। এই অবস্থায় র্ভাচুয়াল জগতে থাকা সম্ভব নয়।

তাই কয়েক দিনের জন্য বিদায়।

যাবার আগে একটি প্রশ্ন করবো, গতকাল আদালতে যখন মাহমুদুর রহমান বললো,

মাননীয় আদালত, বিচার বিভাগ স্বাধীন হলেও বিচারকদের স্বাধীনভাবে দায়িত্ব পালন করার সুযোগ নেই। সরকার বিচার বিভাগকে তার আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত করেছে। আমি কোনো আইনজীবী নিয়োগ করলে তারা আপনার কাছে আমার জামিনের আবেদন ও রিমান্ড বাতিলের প্রার্থনা করবেন। কিন্তু আপনি তাদের আবেদন মঞ্জুর করে আমাকে জামিন দিতে পারবেন না। আবার রিমান্ডও বাতিল করতে পারবেন না। আপনার হাত-পা বাঁধা। সরকারের নির্দেশের বাইরে গিয়ে স্বাধীন বিচারিক মানসিকতা থেকে বিচার করার সুযোগ নেই। আমি আইনজীবী নিয়োগ করলে যা হবে, না করলেও একই ফল হবে।



স্বাধীন বাংলাদেশে বিচারকদের এত বড় অপমান আর কেউ করেছে বলে আমার জানা নেই।

একজন জাতিয় পত্রিকার সম্পাদক কে বাস পোড়ানো মামলায় রিমাণ্ড দিয়ে বিচারকও প্রমান করেছেন যে তিনি বাকসাল সরকারের একজন কর্মচারী মাত্র।

সবাই জানে মাহমুদুর রহমান মামলা হবার পর দিন থেকেই নিজ অফিসে গ্রেতারের অপেক্ষায় বসে ছিলেন। তার পত্রিকা অফিসে যাবার সুবাদে একাধিক বার এই সময় তার সাথে দেখা হয়েছে। আমার জীবনে আমি এমন সাহসী মানুষ আর দেখিনি। তিনি বলেছেন গ্রেফতারের ভয়ে আমি ভিতু নই।

তারমত এমন মানুষ র্ফামগেট গিয়েছে বাস পোড়াতে??!!

এর চেয়ে হাস্যকর আর কি হতে পারে?

দেশবাসি এখন এই বিচারের নামে ফাজলামো কে ঘৃর্না ভরে প্রত্যাখান করছে।

এখন বিচারপ্রতি নিজামের ভাষায় বলতে হয়

গভারমেন্ট গেছে পাগল হইয়া...

বিষয়: বিবিধ

২০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File