কি করে আপনারা মুফতি হলেন আমার বুঝে আসে না।

লিখেছেন লিখেছেন সহিদুল ইসলাম ১২ এপ্রিল, ২০১৩, ০৯:০৪:০১ সকাল

মুফতি শাহ সদর উদ্দিন বলেন, বক্তারা অবিলম্ভে কেন্দ্রীয় নেতাদের মুক্তি দেয়ার জোর দাবী জানান। হেফাজত ইসলামের লাখো জনতা দেখে সরকার পাগল হয়ে গেছে। সরকার এখন নেতাকর্মীদের উপর জুলুম করা শুরু করেছে। আমরা হুশিয়ার করে বলতে চাই অবিলম্ভে তাদেরকে মুক্তি দিন তা না হলে বাংলার মানুষ আপনাদেরকে ক্ষমা করবেনা।আওয়ামীলীগকে ভোট দেয়া হারাম । এটা নাস্তিক সরকার ।

তথ্যঃ http://ukbdnews.com/community/174-news/4179-2013-04-11-18-06-15.html

আমি মুফতি শাহ সদর উদ্দিনকে বলতে চাই ইসলাম আপনার বাপ দাদার কেনা সম্পত্তি নয় যে, আপনি এ্যনিহাউ বিএনপি নেত্রীর আঁচলের তলায় বসে ফতোয়া দিবেন । নারীর আঁচলের তলায় বসে ফতোয়া দেন, কি করে আপনারা মুফতি হলেন আমার বুঝে আসে না।

সহিদুল ইসলাম

বিষয়: বিবিধ

১৫২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File