আমজনতার কাছে আওমীলীগ এখন হাজার বছরের শ্রেষ্ট নোংরা দল।

লিখেছেন লিখেছেন এম এম ওবায়দুর রহমান ০৯ এপ্রিল, ২০১৩, ০৮:৫৩:২৫ সকাল

কালু ডাকাত নামের এক দুর্ধষ ডাকাত ছিলা। চুরি ডাকাতী করে মানুষের জীবন অতিষ্ট করে তুলছিল সে। এলাকার মানুষ তাই ঘৃর্না করত কালু ডাকাত কে।

কালু ডাকাত মৃত্যুর পূর্ব মুহূর্তে তার পাচ ছেলেকে ডেকে বললো বাবারা জীবনে আমি মানুষের অনেক ক্ষতি করছি, তোমরা এমন কিছু করবা যাতে সবাই আমাকে ভালো বলে।

কালু ডাকাত মৃত্যুর পর তার সন্তানরা ভালো কিছু করতে পারলো না, কেননা তাদের রক্তে ডাকাত কালু বহমান।

তো তারা বাবার মত ডাকাতীই করতে লাগলো সাথে শুরু করলো মানুষ খুন, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার মতন নানান দুশ্যতা!

কালু ডাকাতের ছেলেদের এমন নৃসংশ্য আচরণ দেখে সবাই বলতে লাগলো, এরচেয়ে কালু ডাকাত বহুত ভালো আছিলো। সে ঘর বাড়ি লুট করতো কিন্তু এভাবে হত্যা আর জ্বালিয়ে দিতো না!

বর্তমানে হাসিনার দেশ শাষন দেখে কালু ডাকাতের গল্পটা মনে পড়ছে। কেননা শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করলেও হাসিনার মত এতটা জুলুম নির্যাতন করেনি। একটি প্রধান বিরোধী দলের সব কয়েকজন প্রথম সারির নেতা কে জেলে পুরে দ্বিতীয় সারির নেতা সালাউদ্দিন আহমেদকে গ্রেফতারের মাধ্যেমে সরকার প্রমাণ করলো তারা পিতার বাকসালের চেয়ে বেশি জর্ঘন্য ভাবে দেশ পরিচালনা করছে।

ভিন্নমত দলনের উদ্দেশ্যে তাদের বিশেস ট্যাইবুনাল , শাহবাগ , এবং বিচার বিভাগকে ন্যাকেট ভাবে ব্যাবহার করা থেকে প্রমান হয়। শান্তি নয় সংঘাত আর হিংসার রাজনীতি করছে বর্তমান সরকার।

এরকমটা করে তারা জনগণের মন থেকে উঠে যাচ্ছে।

আমজনতার কাছে আওমীলীগ এখন হাজার বছরের শ্রেষ্ট নোংরা দল।

বিষয়: বিবিধ

১৩৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File