মাননীয় মন্ত্রী মখা ইসলাম সম্পর্কে যা জানেন, তা কি জানেন আল্লাম শফী? 
লিখেছেন লিখেছেন সবুজ মিনার ০৯ এপ্রিল, ২০১৩, ০৯:১৯:১২ সকাল
গতকাল রাতে ৭১ টিভিতে টকশো চলছে। মেহমান হিসেবে আছেন হোম মন্ত্রী মখা আলমগীর। আছেন আরও ২-৩ জন, সাথে উপস্থাপক। ইসলাম নিয়ে ওয়াজ করে চলেছেন এক সময়কার রাজাকার(আমি নিশ্চিত নই) মাননীয় মন্ত্রী। হেফাজতে ইসলামের সমালোচনা, তাদের দোষ-ত্রুটি(?) ধরিয়ে দিচ্ছেন, মহান মন্ত্রী। বলতে বলতে এক সময় বলে ফেলেছেন- "কারবালার প্রান্তরে নবিজির নাতি ইমাম হুসাইন (রা) শহীদ হয়েছেন। আমি জানি না ব্যাপারটি আল্লামা শফী সাহেব জানেন কি না?"
![]()
হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেল আমার। মখা কারবালা'র ঘটনা জানে, ৯৩ বছরের লক্ষ লক্ষ আলেম গড়ার কারিগর আল্লামা শফী জানেন কি না সেটা নিয়ে তার সন্দেহ।
বিষয়: বিবিধ
২২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন