বাংলাদেশের ইসলামিক আন্দোলন কোন পথে
লিখেছেন লিখেছেন সবুজ মিনার ০৩ অক্টোবর, ২০১৪, ০৭:২৯:৪৭ সন্ধ্যা
						 
						  তসলিমা খেদাও আন্দোলনে যে সিংহ পুরুষদেরকে দেখেছিলাম, সেই আল্লামা আজিজুল হক কিংবা আল্লামা ইসহাক এখন আর নেই।
যার গর্জনে দালালদের মসনদে কাঁপন ধরতো, সেই আল্লামা মুফতী ফজলুল হক আমিনী বিদায় নিয়েছেন ২০১২ এর ডিসেম্বরে।
সুর আর জালাময়ী বক্তৃতায় যিনি তরুনদের মাঝে জাগ্রত করতেন ঈমানী চেতনা, সেই মাওলানা আইনুদ্দীন আল আজাদও বিদায় নিয়েছেন ২০১০ সালে সড়ক দূর্ঘটনায়।
নাস্তিক আর হিন্দুস্তানের দালালদের যিনি ঘুম হারাম করতেন, সেই আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী বন্দী আছেন কারাগারে।
আমাদের আশা ভরসার প্রতীক আল্লামা আহমদ শফীরও হয়তো সেই দিন নেই। তিনি হয়েছেন বৃদ্ধ, রোগাক্রান্ত। একই অবস্থা মাওলানা আহমাদুল্লাহ আশরাফ, জুনাইদ বাবুনগরী প্রমুখ নেতৃবৃন্দের।
ঊনাদের চলে যাওয়া কিংবা অসুস্থতার থেকেও ভয়াবহ হচ্ছে অভ্যন্তরীন কোন্দল। কাজেই বলা যায়, আর কিছুদিন পরে শত শত তসলীমা নামক বেশ্যা কিংবা লইত্যার মতো তসলিমার খদ্দেররা সোনার বাংলার মাটিতে জন্মালেও আমাদের প্রতিক্রিয়া বলে কিছু থাকবে বলে মনে হয় না।
কপি-পেস্ট নিষিদ্ধ						 
						 
						 
						 
						 
						 
						 
						 
বিষয়: বিবিধ
১৫৯৪ বার পঠিত, ১৬ টি মন্তব্য








































পাঠকের মন্তব্য:
নাস্তিক নরাধম গুলো যাবে কই?
"তবু তুমি জাগলে না?
এখনও কি তোমার আসমান ভরা মেঘে
সেতারা হেলাল এখনও কি উঠেনি জেগে?"
মন্তব্য করতে লগইন করুন