বাংলাদেশের ইসলামিক আন্দোলন কোন পথে

লিখেছেন লিখেছেন সবুজ মিনার ০৩ অক্টোবর, ২০১৪, ০৭:২৯:৪৭ সন্ধ্যা

তসলিমা খেদাও আন্দোলনে যে সিংহ পুরুষদেরকে দেখেছিলাম, সেই আল্লামা আজিজুল হক কিংবা আল্লামা ইসহাক এখন আর নেই।

যার গর্জনে দালালদের মসনদে কাঁপন ধরতো, সেই আল্লামা মুফতী ফজলুল হক আমিনী বিদায় নিয়েছেন ২০১২ এর ডিসেম্বরে।

সুর আর জালাময়ী বক্তৃতায় যিনি তরুনদের মাঝে জাগ্রত করতেন ঈমানী চেতনা, সেই মাওলানা আইনুদ্দীন আল আজাদও বিদায় নিয়েছেন ২০১০ সালে সড়ক দূর্ঘটনায়।

নাস্তিক আর হিন্দুস্তানের দালালদের যিনি ঘুম হারাম করতেন, সেই আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদী বন্দী আছেন কারাগারে।

আমাদের আশা ভরসার প্রতীক আল্লামা আহমদ শফীরও হয়তো সেই দিন নেই। তিনি হয়েছেন বৃদ্ধ, রোগাক্রান্ত। একই অবস্থা মাওলানা আহমাদুল্লাহ আশরাফ, জুনাইদ বাবুনগরী প্রমুখ নেতৃবৃন্দের।

ঊনাদের চলে যাওয়া কিংবা অসুস্থতার থেকেও ভয়াবহ হচ্ছে অভ্যন্তরীন কোন্দল। কাজেই বলা যায়, আর কিছুদিন পরে শত শত তসলীমা নামক বেশ্যা কিংবা লইত্যার মতো তসলিমার খদ্দেররা সোনার বাংলার মাটিতে জন্মালেও আমাদের প্রতিক্রিয়া বলে কিছু থাকবে বলে মনে হয় না।

কপি-পেস্ট নিষিদ্ধ

বিষয়: বিবিধ

১৪৮৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271198
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৫
বিদ্রোহী কবি লিখেছেন : বিবেদ কে দূরে ঠেলে যদি এক হই,
নাস্তিক নরাধম গুলো যাবে কই?
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫২
217629
সবুজ মিনার লিখেছেন : জাহান্নামে ছাড়া এদের আর কোন জায়গা নেই ভাই!
271201
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
ইসলামী দুনিয়া লিখেছেন : ইসলামের সিংহ পুরুষরা গর্জন করতে শুরু করেছে। প্রচন্ড গর্জন, প্রচন্ড হুংকার শুনতে পাচ্ছি। হয়ত খুব দ্রুত ভেঙে পড়বে ত্বগুতের মসনদ। ঝাপিযে পড়ুন ময়দান।
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৪
217630
সবুজ মিনার লিখেছেন : সেই অপেক্ষাইতো আছি ভাই।
"তবু তুমি জাগলে না?
এখনও কি তোমার আসমান ভরা মেঘে
সেতারা হেলাল এখনও কি উঠেনি জেগে?"
271229
০৩ অক্টোবর ২০১৪ রাত ১১:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : নেতা না থাকলেও সবাইকে সেই স্থান নিতে হবে। মুতার যুদ্ধে সেই শিক্ষা আছে। যেখানে রাসুল (সাঃ) নিযুক্ত সেনাপতি হযরত যায়েদ বিন হারিসা(রাঃ),জাফর বিন আবু তালিব (রাঃ) এবং আবদুল্লাহ বিন রওয়াহা (রাঃ) পরপর শহিদ হয়ে গেলে হযরত খালিদ বিন ওয়ালিদ (রাঃ) নেতৃত্ব গ্রহন করেন এবং বিজয়ি হন।
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৬
217632
সবুজ মিনার লিখেছেন : কিন্তু খালি জায়গা পূরণের মত লোক তো থাকতে হবে। অযোগ্যদের হাতে নেতৃত্ত চলে গেলে পরাজয় বরণ অবশ্যম্ভাবী!
271417
০৪ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৭
বুড়া মিয়া লিখেছেন : কুল হুয়াররাহমানু আমান্না বিহি ওয়া আলাইহী তাওয়াক্কালনা ...
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৬
217633
সবুজ মিনার লিখেছেন : অর্থটি লিখে দেন ভাই।
১২ অক্টোবর ২০১৪ রাত ০৯:০১
217638
বুড়া মিয়া লিখেছেন : বলুন, তিনি পরম করুণাময়, আমরা তাতে বিশ্বাস রাখি এবং তাঁরই উপর ভরসা করি ...
১৪ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪৮
218084
সবুজ মিনার লিখেছেন : জাযাকাল্লাহু খাইরান Happy
271552
০৫ অক্টোবর ২০১৪ রাত ০২:৫০
কাওছার জামাল লিখেছেন : অসাধারন কিছু কথা।
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৬
217634
সবুজ মিনার লিখেছেন : ভাল লাগলো। Good Luck
271858
০৬ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৫
ইয়াফি লিখেছেন : আগে আলেমদেরকে ঈমানে বলে বলীয়ান হতে হবে। মামলা, ভয়-ভীতি কিংবা উপহার-উপঢৌকনে গলে গেলে চলবেনা।
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৮
217636
সবুজ মিনার লিখেছেন : এটাই তো এখনকার সব থেকে বড় সমস্যা। মামলা, ভয়-ভীতি কিংবা উপহার-উপঢৌকনে কিছু আলেম যেন মোমের মত গলে যায়। :Thinking
271877
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৫
আনোয়ার আলী লিখেছেন : ইসলামী আন্দোলন কোন পথে যাবে, সেটা নিজেকে দিয়েই বিচার করুন। আপনি নিজেও চান না আপনার লেখাটার প্রচার হোক। কপি-পেষ্ট নিষিদ্ধ বলে সীল মেরে দিয়েছেন। অন্যদের থেকে আশা করছেন কেন?
১২ অক্টোবর ২০১৪ রাত ০৮:৫৮
217637
সবুজ মিনার লিখেছেন : সে অনেক কথা ভাই। Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File