ইতিহাস সাক্ষী এভাবে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি , বর্তমান সরকারও পারবে না।, কুটকৌশল অনেক সময় নিজের বিপক্ষে যায়

লিখেছেন লিখেছেন মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি ০৩ অক্টোবর, ২০১৪, ০৭:৪০:২৬ সন্ধ্যা

গত ৫ই জানুয়ারী নির্বাচন হয়নি -যাহা হয়েছে সেটা হয়েছে প্রতারনা । এমন মন্তব্য করেছে নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না । বুধবার রাজধানীর ইন্জ্ঞিনিয়ার্স ইনস্টিটিউট এ গুড গর্ভানমেন্স ফোরাম আয়োজিত , বিচারপতি অভিশংসন , ন্যায়বিচার ,প্রশাসন ,শীর্ষক এক আলোচনা সভায় তিনি এক কথা বলেন।

৫ই জানুয়ারী নির্বাচনের পুর্বে শেখ হাসিনা বলেছিলেন -দশম সংসদ নির্বাচনের পর আলোচনার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে , কিন্তু বর্তমানে বিএনপির আন্দোলনের অবস্থা দেখে সরকার নির্বাচনের কথা ভাবছে না।

এ সময় তিনি হুশিয়ারী উচ্চারন করে বলেন ইতিহাস সাক্ষী এভাবে কেউ চিরদিন ক্ষমতায় থাকতে পারেনি , বর্তমান সরকারও পারবে না।,

বিচারপতিদের অপসারন সংক্রান্ত সংশোধনীর কঠোর সমালোচনা করেন নাগরিক ঐক্যের আহবায়ক । তিনি বলেন সরকার খুবই দুর্বল বলে এই অভিশংসন আইন করা হচ্ছে।

৫ই জানুয়াররি একতরফা নির্বাচনের উদাহরন টেনে বলেন ইয়াজউদ্দিনের অধীনে যাতে সাজানো নির্বাচন না হতে পারে সেজন্য আওয়ামী লীগ আন্দোলন করেছে রাজপথে আর নাগরিক ঐক্য লড়েছে আদালতে।

কিন্তু সেই আন্দোলনের সফলতায় তারা ক্ষমতায় এসে বিএনপির চেয়ে ন্যাক্কারজনভাবে একতরফা নির্বাচন করলো।

তারা কোন ভাবে ক্ষমতায় এসেছে এরা সেই ইতিহাস ভুলে গেছে তাই এদের ক্ষমা হবে না ।

এরা অনেক লান্চিত অপমানিত হয়ে ক্ষমতা থেকে বিদাই হবে তারপর এদের পরিনতি হবে ভয়াবহ থেকে কঠিন ভয়াবহ।

এদের পরিনতি দেখার আগ্রহে কোটি কোটি লোক অধির আগ্রহে প্রহর গুনছে।

বিষয়: রাজনীতি

১০৬৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271218
০৩ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৭
আহ জীবন লিখেছেন : এরা সবাই ইতিহাসের চোরা গলিতে স্থান পেতে চায়। সম্মুখে আসার সাহস কারই নাই। মিটিং, বিবৃতি এদের শেষ অস্ত্র।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File