রয় ধর্ষনে

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ০৩ অক্টোবর, ২০১৪, ০৬:১৭:৩৯ সন্ধ্যা

ধর্ম কে খুঁচিয়ে যে নিরপেক্ষ বনে

প্রগতির আড়ালে সদা রয় ধর্ষনে।।

চিন্তা যে করে, নিবে নিষিদ্ধ ঘ্রাণ

ব্রুন খুন করে রবে মানুষের ভান।।

সুশীল আবরনে যে চুতিয়ায় রহে

নিজ ধর্মে,জম্মে যে ক্রিয়াশীল নহে।।

ভন্ড প্রেমিক সেজে, বেঁচে দেশ খানি

তার মন সাদা কতো আমরাই জানি।।

ভন্ড নিরপেক্ষ এসব শীল প্রগতির

মুক্তচিন্তাবাদীর নেই নিজস্ব নীড়।।

এমন ভন্ড নিরপেক্ষ যেন আমি

না হই কবুই প্রিয়, হে অন্তর্যামী।।

বিষয়: সাহিত্য

৯১৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271192
০৩ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:১২
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File