খাও মানচিত্র
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৩ অক্টোবর, ২০১৪, ১২:৫৮:০৮ রাত
সব খাও অনাহারী
খেয়ে ফেলো দেশটা,
খেয়ে নাও হাড় গোর
নাড়ী ভুরি কেশটা।
দিন এনে দিন খায়
খাও তার রক্ত,
চেটে খাও বেটে খাও
খেয়ে হও শক্ত।
টেন্ডার মেরে খাও
করে খাও গুম খুন
বস্তায় ভরে খাও
মেখে খাও হাতে নুন।
কেউ খাও চামচায়
পশ্চিমা সাদাদের,
পদ চুমে খাও কেউ
ওপারের দাদাদের।
খাও বেঁচে স্বাধীনতা
করে খাও চুক্তি,
খেয়ে করো মিথ্যার
গুন গাণ যুক্তি।
সব খাওয়া শেষ হলে
খোঁজ করো মিত্র,
মিলে মিশে অবশেষে
খাও মানচিত্র।
বিষয়: সাহিত্য
৯৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন