মগের মুল্লুক আর কাকে বলে!
লিখেছেন লিখেছেন মুক্ত কন্ঠ ১৩ অক্টোবর, ২০১৪, ১২:৫৯:১১ রাত
রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) সরকারদলীয় সাংসদ আব্দুল ওয়াদুদ দারা রাস্তা দিয়ে যাওয়ার সময় 'রাস্তা ভাঙা ঠিক করেন না কেন?' জনৈক যুবক একথা বলায় এমপি গাড়ি থেকে নেমে পুলিশ ডাকেন! পেটান, গ্রেপ্তারও করান তাদেরকে!
আজ দুপুর দেড়টায় সাংসদ দারা পুঠিয়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। তিনি পুঠিয়া থানার বাঁশপুকুর গ্রামে পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড়ানো কিছু যুবকের মধ্যে মিঠুন (১৭) নামের একজন সাংসদকে উদ্দেশ করে বলেন, 'রাস্তা ভাঙা ঠিক করেন না কেন?'
ভালোতো, ভালোনা!!
সাংসদ হতে যখন জনগনের ভোট লাগেনা তখন জনগণের আর কানাকড়ি মুল্য থাকে?
ফ্রিতে পেটোয়া বাহিনীতো আছেই। একটু আধটু কাজে লাগালে দোষ কি?
একেই বলে মগের মুল্লুক!
বিস্তারিত পড়ুন এখানে
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সম্ভবতঃ মগেরা আওয়ামীলীগের চেয়ে ভালো ছিল
জনগনের প্রশ্নের জবাব দেওয়ার এই ভাষা তাদের।
মন্তব্য করতে লগইন করুন