ফের বিদ্রোহী হও

লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ২৫ মে, ২০১৪, ০৩:১৭:০৫ দুপুর

এই দূর্দিনে, এই দূর্ভোগে, আজ খুঁজে ফেরে তোমাকেই কবি জাতি

তুমি নেই বলে আজ বিদ্রোহ নেই, জাতির কপালে শুধু আজ লাথি।

তুমি ফিরে এসো, ফের বিদ্রোহী হও, বিদ্রোহে জ্বালাও জালিম শাহী,

ঘুনে ধরা দেশ, সবিই আজ শেষ, গুমের ভয়ে আজ জাতি ত্রাহি ত্রাহি।

এই দিকে লাশ, ওই দিকে লাশ, লাশে লাশে যেন লাশের নগরী দেশ,

বিদ্রোহী কবি, দেখো, সারা জাতি লাশের মতোই ঘুমিয়ে আছে বেশ।

ধর্ষিতা বোন, ধর্ষিতা মা, ধর্ষণে আজ জর্জড়িত দেশ মাতৃকা খানি

জেগে উঠো কবি, জাগাও স্বদেশ, দ্রোহের আগুনে জ্বালাও নাফরমানী।

বিষয়: সাহিত্য

৮৮৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

226007
২৫ মে ২০১৪ দুপুর ০৩:৩৫
ছিঁচকে চোর লিখেছেন : দারুণ লিখেছেন।
226053
২৫ মে ২০১৪ বিকাল ০৪:৩৮
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : জ্বালাময়ী কবিতা। অনেক সুন্দর হয়েছে ... অপূর্ব, চমৎকার
226088
২৫ মে ২০১৪ বিকাল ০৫:৪২
সন্ধাতারা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File