'ইভটিজার'কে শায়েস্তা করতে মেয়েটি যা করল তা অকল্পনীয়; আমাদের মেয়েরা কবে এমন প্রতিবাদী হবে??
লিখেছেন লিখেছেন নানা ভাই ২৫ মে, ২০১৪, ০৩:১৫:১৮ দুপুর
এখানে যে ভিডিও দেখা যাবে, তা সত্যিই বিরল। ভারতের ইলাহাবাদে এক মেয়ে যে কিনা প্রতিদিনই যাওয়া আসার পথে যৌন নিপীড়নের শিকার হত, সহসাই সিদ্ধান্ত নেয় ঘুরে দাঁড়ানোর।
প্রতিদিনের ন্যায় ২২ বছরের আরতি যখন কাটারা বাজারে নিত্যদিনের বাজার সদাই করতে যায়, যথারীতি শিকার হন সেই লোলুপ পুরুষের। তবে এই বার আর আরতি আর দশটা দিনের মতই মুখ বুজে সহ্য করেনি, বাজারের জনসম্মুখে কিছু বোঝার আগেই ছেলেটি সে চড় মেরে বসে।
আরতির এই অর্তকিত হামলায় লোকটি ভ্যাবাচ্যাকা খেয়ে মোটর সাইকেল ফেলিয়েই দৌড় দেয় বাজার থেকে। তবে দীর্ঘদিনে চাপানো ক্ষোভ মেটেনি একটা মাত্র চড়ে, তাই আরতি ফেলে যাওয়া মোটর সাইকেলটি প্রথমে রাগের বসে ইট দিয়ে ভাঙ্গে, অতঃপর আগুন ধরিয়ে দেয়।
মোটর সাইকেল আগুন ধরানোর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পুলিশ আসে, এবং যে লোকটি আরতিকে দীর্ঘদিন ধরে যৌন নিপীড়ন করছিল, তার নামে মামলা দায়ের করে।
বিষয়: বিবিধ
১১৭৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন