রক্তে আমার লেগেছে আগুন
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ১৯ নভেম্বর, ২০১৩, ১১:৪৮:০৩ সকাল
রক্তে আমার লেগেছে আগুন লেগেছে দ্বিগুণ এই বুকে
এখনো আসে কান্নার রোল সন্তান হারা মার' শোঁকে।
রক্তে ভাসে রাজপথ আজো মুক্তাঙ্গন পল্টনে
কারা সে খুনী কোন সে পিচাশ জম্ম তাদের কোন বনে?
কোন নাগিনীর রক্ত নেশায় কার ইশারায় খুন ঝরায়?
কোন সে শকুন তৃপ্ত দিলে মুজাহীদের গা মাড়ায়?
জ্বলছে কিশোর তরুন যুবক বজ্রমুষ্টি ক্রুদ্ধ চোখ
নেই ক্ষমা শোন খুনী তোদের তুলবে খুলে হিংস্র নোখ।
শোন রে খুনী কাল নাগিনী খুব পিয়েছিস্ লাল পানি
মানুষ না তুই মানুষরুপী রাক্ষসী খুন রাঙানী।
রাক্ষসী তুই খেলবি কত কাড়বি কত মানব প্রাণ
ছোপ ছোপ সেই রক্ত মাখা দেখবো কত লহুর বান?
রক্তে আমার লেগেছে আগুন লেগেছে সবার এই দেশে
দেখেছে মানুষ ফেসেছে ঘাতক, খুন করেছে কোন বেশে?
নেচেছে পশু মাড়িয়া মানুষ বাধিয়া গলায় লাল কাপড়
কেদেছে মানব দুই হাজার ছয় আটাশের সেই অক্টোবর।
রক্তে আমার লেগেছে আগুন জ্বলছে আজো এই মাথা
ছেলের দাপন করিবে আপন দেখতে কত আর পিতা?
দেখবো কত ঝরতে পানি আর ফোঁপানি বল বোনের
প্রতিশোধের জ্বলছে আগুন নিভবে না রে ঐ খুনের।
শোন রে খুনী, খুনীর পোষা কুকুর তোদের নেই ক্ষমা
বৈঠা লগির চুরার গুতায় ছড়বি কত এই জামা।
বল কত আর খুন ঝরাবি জান নিবি আর রাজপথে
যে আগুনে জল্বছে এ দেশ নিভাবি কোন হিম্মতে?
জ্বলছি আমি দেশের মানুষ জ্বলছে শিশু ভাইটা আজ
খুনী তোদের নেই ক্ষমা শোন করবে না আর এই সমাজ।
খুন ঝরিয়ে খুনীর মাতা খুনব তো আছিস খোশ দিলে
কোন সে প্রভুর খুশির লাগি কত খবি খুন গিলে?
কাল কে যারা আসবে শিশু করবে হিসু তোর পানে
ঘৃণায় দেবে থু থু ছিটা ভাসবে ভিটা তার বানে।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন