অপ্রিয় হলেও সত্য

লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৭ নভেম্বর, ২০১৫, ১১:১৬:৪৯ সকাল

অপ্রিয় হলেও সত্যঃ

মানুষ যে কোন কারণে বিপদে পড়তে পারে। বিপদে পড়ে লোকসানে পড়তে পারে। চাকরীচ্যুত হতে পারে। অর্থাভাবে পড়তে পারে। এই বিপদের সময়ে একজন বিপদগ্রস্থ মানুষ কতটা অসহায় বোধ করে একমাত্র আল্লাহ তায়ালা ভাল বলতে পারেন।

বিপদ কারো জীবনে ডাকঢোল পিঠিয়ে আসে না। কারো নসীবে যদি বিপদ লেখা থাকে তাহলে তার জীবনে বিপদ আসবেই। অথবা নিজ কর্মের গুনেও বিপদ আসতে পারে।

সুসময়ে অনেক বন্ধু জোটে।

অসময়ে হায় কেউ কারো নন।

সুসময়ে যারা সার্বক্ষনিক যোগাযোগ রাখত। বিপদের সময়ে তারা কেড়ে পড়ে। এটাই স্বাভাবিক। কারণ বর্তমানে কেউ কারো বিপদের সময়ে হাত বাড়াতে চায় না। আমাদের সমাজের বিপদগ্রস্থ মানুষের সংখ্যা খুব বেশী নয়। একজন বিপদগ্রস্থ মানুষের চারপাশের সফল ও সচ্ছল মানুষগুলো তাকে বিপদ থেকে মুক্ত করতে পারে। আমরা কি তাই করি?

বিপদগ্রস্থ ব্যক্তি দাম্পত্য জীবনেও কঠিন সমস্যায় পড়ে। যে স্ত্রী তার স্বামীর টাকা দু হাতে খরচ করত। যে স্ত্রী তার স্বামীকে নিয়ে গর্ব করত। সে স্ত্রীও স্বামীর বিপদের সময়ে পাশে না দাড়িয়ে সুখের আশায় অন্যত্র চলে যাবার সুযোগ খোজে।

একটি বাস্তব ঘটনা বলিঃ

আমার এক বন্ধু ভালবেসে বিয়ে করেছিল। তাদের সংসারে একটি পুত্র সন্তান আছে। হঠাৎ একদিন বন্ধুটি স্ট্রোক করলে তাকে গ্রামের বাড়ীতে পাঠিয়ে দিয়ে তার বউ বাপের বাড়ীতে চলে যায়। পরে তাকে তালাক ও দেয়। বন্ধুটি অযত্নে অবহেলায় সকলের সহযোগিতায় সুস্থ হয়। বর্তমানে এক বন্ধুর প্রতিষ্টানে কাজ করে। তার সন্তানটিও স্কুলে পড়ে।

একজন মানুষের জীবনে বিপদ সব সময় থাকে না। সে একদিন বিপদমুক্ত হবে। সেও একদিন ঘুরে দাড়াবে। বিপদ নামক কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে।

বিষয়: বিবিধ

১৫৮২ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351678
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ১২:০৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিপদে শুধু বন্ধুর পরিচয় নয় আত্মিয়র পরিচয় ও পাওয়া যায়।
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ১২:১১
291965
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক বলেছেন ভাই।
351685
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২০
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : বিপদ দিয়ে আল্লাহ মানুষকে পরীক্ষা করে । একই সাথে বন্ধু ও আত্মীয়দেরও পরীক্ষা হয়ে যায় । আল্লাহ সবাইকে বিপদ থেকে উদ্ধার করুন, আমিন ।
২৮ নভেম্বর ২০১৫ রাত ১২:২৬
292049
সিটিজি৪বিডি লিখেছেন : আমিন।
351688
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৩০
জাইদী রেজা লিখেছেন : বিপদে শুধু বন্ধুর পরিচয় নয় আত্মিয়র পরিচয় ও পাওয়া যায়।
২৮ নভেম্বর ২০১৫ রাত ১২:২৬
292050
সিটিজি৪বিডি লিখেছেন : ঠিক বলেছেন।
351691
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫২
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : আল্লাহর রহমতে আপনার বন্ধুর রিকভারি হয়েছে। কিন্তু উনার এক্স ওয়াইফ যে কাজটি করেছে তার জন্য তাকে চরম মুল্য দিতে হবে। যা কখনো রিকভারি হবে না।
২৮ নভেম্বর ২০১৫ রাত ১২:২৭
292051
সিটিজি৪বিডি লিখেছেন : সে মনে করেছিল তার স্বামী কখনো সুস্থ হবে না।
351693
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৪
নকীব কম্পিউটার লিখেছেন : সবুজ ভাইর কথার সাথে একমত পোষণ করলাম।
২৮ নভেম্বর ২০১৫ রাত ১২:২৭
292052
সিটিজি৪বিডি লিখেছেন : সবুজ ভাই পন্ডিত মানুষ।
351698
২৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:০৯
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া।

বিপদে শুধু বন্ধুর পরিচয় নয় মানবতার পরিচয়ও মেলে।

সবার জন্য শিক্ষণীয় বিষয়টি শেয়ার করার জাজাকাল্লাহু খাইর।
২৮ নভেম্বর ২০১৫ রাত ১২:২৮
292053
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
351727
২৭ নভেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৭
অষ্টপ্রহর লিখেছেন : সুন্দর পোষ্টটির জন্য ধন্যবাদ জানবেন।
২৮ নভেম্বর ২০১৫ রাত ১২:২৮
292054
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
351800
২৮ নভেম্বর ২০১৫ দুপুর ১২:২০
egypt12 লিখেছেন : সুতারাং বিপদকে কষ্ঠিপাথর রূপী বন্ধু ভাবা যায়। কি বলেন?
২৯ নভেম্বর ২০১৫ রাত ০৪:০২
292147
আব্দুল গাফফার লিখেছেন : Good Luck Good Luck Good Luck
351929
২৯ নভেম্বর ২০১৫ রাত ০৪:০২
আব্দুল গাফফার লিখেছেন : বিপদে যতবার পড়েছি ততোবার শিখেছি, সাবধান হয়েছি। শুধু রুপ দেখে বিয়ে,ভালবাসা এগুলো অনুচিত । অনেক ধন্যবাদ
০৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৬
293301
সিটিজি৪বিডি লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১০
353994
১৪ ডিসেম্বর ২০১৫ দুপুর ০১:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক বোনের মন্তব্য, "ভাইয়া, আমার কাছে মনে হয়, এই ব্লগটা এখন অর্ধ মৃত"। তিনি যথার্থই বলেছেন, আপনাদের সম্মিলিত অনুস্পস্থিতি বিডিটুডের ভবিষ্যৎ নিয়ে পাঠকদের খুব ভাবাচ্ছে। আগের সেই সরগরম অবস্থা এখন আর নেই, এ আসেনা, ও আসেনা, সে আসেনা, তাই আমারও আসতে ভালো লাগে না, অতঃপর নিরুত্তাপ... এমন প্রবণতা থেকে বেরিয়ে আসা উচিৎ।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
১১ মার্চ ২০১৬ রাত ০১:৫৬
300121
সিটিজি৪বিডি লিখেছেন : Love Struck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File