অপ্রিয় হলেও সত্য
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৭ নভেম্বর, ২০১৫, ১১:১৬:৪৯ সকাল
অপ্রিয় হলেও সত্যঃ
মানুষ যে কোন কারণে বিপদে পড়তে পারে। বিপদে পড়ে লোকসানে পড়তে পারে। চাকরীচ্যুত হতে পারে। অর্থাভাবে পড়তে পারে। এই বিপদের সময়ে একজন বিপদগ্রস্থ মানুষ কতটা অসহায় বোধ করে একমাত্র আল্লাহ তায়ালা ভাল বলতে পারেন।
বিপদ কারো জীবনে ডাকঢোল পিঠিয়ে আসে না। কারো নসীবে যদি বিপদ লেখা থাকে তাহলে তার জীবনে বিপদ আসবেই। অথবা নিজ কর্মের গুনেও বিপদ আসতে পারে।
সুসময়ে অনেক বন্ধু জোটে।
অসময়ে হায় কেউ কারো নন।
সুসময়ে যারা সার্বক্ষনিক যোগাযোগ রাখত। বিপদের সময়ে তারা কেড়ে পড়ে। এটাই স্বাভাবিক। কারণ বর্তমানে কেউ কারো বিপদের সময়ে হাত বাড়াতে চায় না। আমাদের সমাজের বিপদগ্রস্থ মানুষের সংখ্যা খুব বেশী নয়। একজন বিপদগ্রস্থ মানুষের চারপাশের সফল ও সচ্ছল মানুষগুলো তাকে বিপদ থেকে মুক্ত করতে পারে। আমরা কি তাই করি?
বিপদগ্রস্থ ব্যক্তি দাম্পত্য জীবনেও কঠিন সমস্যায় পড়ে। যে স্ত্রী তার স্বামীর টাকা দু হাতে খরচ করত। যে স্ত্রী তার স্বামীকে নিয়ে গর্ব করত। সে স্ত্রীও স্বামীর বিপদের সময়ে পাশে না দাড়িয়ে সুখের আশায় অন্যত্র চলে যাবার সুযোগ খোজে।
একটি বাস্তব ঘটনা বলিঃ
আমার এক বন্ধু ভালবেসে বিয়ে করেছিল। তাদের সংসারে একটি পুত্র সন্তান আছে। হঠাৎ একদিন বন্ধুটি স্ট্রোক করলে তাকে গ্রামের বাড়ীতে পাঠিয়ে দিয়ে তার বউ বাপের বাড়ীতে চলে যায়। পরে তাকে তালাক ও দেয়। বন্ধুটি অযত্নে অবহেলায় সকলের সহযোগিতায় সুস্থ হয়। বর্তমানে এক বন্ধুর প্রতিষ্টানে কাজ করে। তার সন্তানটিও স্কুলে পড়ে।
একজন মানুষের জীবনে বিপদ সব সময় থাকে না। সে একদিন বিপদমুক্ত হবে। সেও একদিন ঘুরে দাড়াবে। বিপদ নামক কঠিন পরীক্ষা থেকে মুক্তি পাবে।
বিষয়: বিবিধ
১৫৮২ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিপদে শুধু বন্ধুর পরিচয় নয় মানবতার পরিচয়ও মেলে।
সবার জন্য শিক্ষণীয় বিষয়টি শেয়ার করার জাজাকাল্লাহু খাইর।
প্লিজ, কারো দিকে আর তাকিয়ে থাকা নয়, কেউ আসুক অথবা নাই আসুক, আপনি আসছেন, লিখছেন, ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন, এটাই নিশ্চিত করুন!
মন্তব্য করতে লগইন করুন