ফেসবুক খুলে দিন, বাংলাদেশে ফেসবুক বন্ধের ১৯২ ঘন্টা অতিক্রম
লিখেছেন লিখেছেন চাটিগাঁ থেকে বাহার ২৭ নভেম্বর, ২০১৫, ১২:২৫:৫৪ দুপুর
সরকার দেশে ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, ওয়াটস অ্যাপ বন্ধ করেছে ১৯২ ঘন্টা(শুক্রবার দুপুর ১২টায়) পার হতে চলেছে । ১৮ই নভেম্বর দুপুর ১২টায় তা বন্ধ করা হয়েছিল, এখনও খুলে দিচ্ছেনা । তবে সরকার ফেসবুকসহ অন্যান্য সাইড ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করেনি । এ সংক্রান্ত কোন সরকারী সার্কূলারও আমার চোঁখে পড়েনি । সুতরাং ফেসবুক ব্যবহার করা আইন অমান্যের পর্যায়ে পড়েনা বলেই আমার বিশ্বাস । তবে দেখা যাচ্ছে সরকার একটি পথ বন্ধ করলেও আরো অন্যান্য পথ দিয়ে ঠিকই ফেসবুক ব্যবহার করা যাচ্ছে । বিরুধী দলের হরতাল আর সরকারের ফেসবুক বন্ধ একই পর্যায়ের হল, দু’ক্ষেত্রেই সমান তালে চলে ।
আসলে ফেসবুক বাংলাদেশের মানুষের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মতই হয়ে গেছে । দেশকে ডিজিটাল করতে গিয়ে দেশের মানুষ ফেসবুক ব্যবহারে অব্যস্ত হয়ে পড়েছে । ফেসবুকে লগইন করতে না পেরে অনেকের নি:শ্বাস বন্ধ হবার উপক্রম হয়েছে। অনেকে বিকল্প পথ ব্যবহার করতে জানেনা বিধায় তাদেরকে হতাশা ও দু:খ প্রকাশ করতে দেখা যাচ্ছে । ইন্টারনেটের গতিও হতাশাজনক কম । তাই যত তাড়াতাড়ি সম্ভব ফেসবুকসহ সবগুলো মাধ্যম খুলে দেবার জন্য যথাযত কর্তৃপক্ষকে অনুরোধ করছি ।
বিষয়: বিবিধ
১৪১৩ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সবুরে মেওয়া ফলে!!!
ধন্যবাদ আপনাকে ।
ফেসবুক বন্ধ কইরে দিলেও মোবাইলে ইউসি সফটওয়ার ব্যবহার করে সবাই ফেসবুক ব্যবহার করতাছে।
ফহিন্নির ঘরে ফহিন্নি কিতা বন্ধ করছে ফেইসবুক!
তাহলে মাইনষে চালায় কেমনে তে?
তবুও তা কালো ।
ধন্যবাদ আপনাকে ।
আপনার সাথে আমিও ফেসবুকসহ সবগুলো মাধ্যম খুলে দেবার জন্য যথাযথ কর্তৃপক্ষকে জোর অনুরোধ জানাচ্ছি।
জাজাকাল্লাহু খাইর।
ধন্যবাদ আপনাকে সহমত পোষণ করার জন্য ।
তবে কিভাবে খোলা যায় সবাই জানে। এমনবি ষাঁড়ে শুদ্ধা স্ট্যাটাস দেয়!!
কী আর বলব? দেশটাকে ডিজিটাল বানানোর প্রয়োজনে নেট ফেবু মোবাইল সবই যদি বন্ধ করে দেয়া হয় তবুও আশ্চর্য হবার কিছুই থাকবে না। শুধু বলব জয় বাংলা বলে আগে বাড়ো। আগে মানে ৭২ এর সংবিধানের দিকে আমরা আগেই গিয়েছি। এখন ৪৭ এর আগের দিকে যাওয়া হবে। জয় বাংলা।
একদম বাস্তব কথা বলেছেন ভুট্টো ভাই ।
বিরুধীদলের হরতাল
সরকারের ফেবুতাল
দু’টোতেই সমান তালে চলে ।
মন্তব্য করতে লগইন করুন