আমরা মুসলমান

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ নভেম্বর, ২০১৫, ১০:২৩:১৪ সকাল

শিয়া বুঝিনা সুন্নি বুঝিনা

আমরা মুসলমান

মসজিদে ঢুকে গুলি করেছ যে

তুমি শয়তান।

ভাইয়ে ভাইয়ে বিভেদ লাগাচ্ছ

শিয়া সুন্নি বলে

উপযুক্ত জবা পাবে তুমি

একটু সময় হলে।

দুনিয়ার বুকে মসজিদ যত

সবই আল্লাহর ঘর

একই জামায়াতে নামায হবে

নইক আমরা পর।

এস ধরি হাত করি মোনাজাত

শিয়া সুন্নি ভাই ভাই

একই জামায়াতে নামাজ পড়ে

দুনিয়াকে জানাই।

ইব্রাহীমের মিল্লাত আমরা

নাম মুসলিমিন

এটাই হোক বিশ্বাস আমাদের

এটাই হোক একিন।

বিষয়: সাহিত্য

১৪৬২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

351655
২৭ নভেম্বর ২০১৫ সকাল ১০:৪৭
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:১০
292019
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
351665
২৭ নভেম্বর ২০১৫ সকাল ১১:০৮
অষ্টপ্রহর লিখেছেন : ভাল লাগলো।
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:১০
292020
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
351666
২৭ নভেম্বর ২০১৫ সকাল ১১:১২
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : হ ভাই ! সুন্নী হুজুররা অনেকে শিয়াদেরতো মুসলমানই মনে করেনা ! কিন্তু আপনার সৌদি গিয়ে দেখলাম যদিও তাওয়াফের সময় ইয়া আল্লাহ- ইয়া আলী বলে জিকির করছে, মসজিদে নববী ও হারাম সব জায়গাতেই একসাথে একি ইমামের পিছনে নামাজ পড়ছে । মুসলমান না করলে সৌদি সরকার তাদেরকে হারামে কিভাবে অনুমতি দেয় !!
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:১১
292021
আবু জারীর লিখেছেন : খাটি কথা।
ধন্যবাদ।
351667
২৭ নভেম্বর ২০১৫ সকাল ১১:২২
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : কবিতা সুন্দর মাশাআল্লাহ...,মুসলমানরা আল্লাহর নিকট আত্মসমর্পণকারী রাসুল (সাঃ)এর আদর্শ অনুস্বরন ও বাস্তবায়নকারী,এর বাহিরে কোনই পরিচয় নাই,শিয়ারা ঈমানের দাবীতে মুসলিম না বাংলাদেশের তথাকথিত সুন্নিরা সুন্নতকে অমুক বাবা তমুক বাবার বায়া বানাইয়া ঈমানের বারোটা বাজাইয়াও চেল্জে মারে...আর কিছু আছে ওম্মতে মোহাম্মদি না হয়ে ওম্মতে হানাফি পরিচয় দিতে গর্ববোধ করে...বিচিত্র সব বিশ্বাস...যেখানে নবী মোহাম্মদই(সাঃ) গৌন হয়ে যায় নাউজুবিল্লাহ...!আর যাহারা মসজিদে হামলা করে তাহারা মুসলমানদের দুশমনদেরই এজেন্ট তাহারা ধর্মের মর্ম বুঝেনা যা করে টাকার বিনিময়েই করে...আশাকরি উত্তরটা বুঝতে পেরেছেন,ধন্যবাদ আবুজারীর ভাই।
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৪
292022
আবু জারীর লিখেছেন : আপনার বক্তব্য বুঝতে অসুবিধা হয়নি। সবাই নিজ নিজ আক্বিদা বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর কাছে জবাব দিবে। আমি আমারটা আর আপনি আপনারটা।

ফালতু বিভেদ সৃষ্টিক করে ফাসাদ সৃষ্টি করা ছাড়া কল্যাণকর কিছু দেখিনা।
ধন্যবাদ।
০১ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৪৪
292456
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : আপনার উদাত্ত্ব্য আহ্বান এর প্রতি সম্মান রেখেই বলি...ব্রেনওয়াস বলে একটা কথাসুনি যার অর্থ মগজধূলাই......?চেষ্টা করেন সাথেই আছি...
351670
২৭ নভেম্বর ২০১৫ সকাল ১১:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : ফেইস বুক বন্ধ বলে সবাইকে ব্লগ বাড়ী দেখা যাচ্ছে। ধন্যবাদ
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৫
292024
আবু জারীর লিখেছেন : মাঝে মধ্যে আমি ঢু মারি তবে আগের মত প্রাণ পাইনা। আমার গিন্নি আপনার লেখার বেশ ভক্ত কিন্তু আপ্নিওতো আগের মত হাজিরা দেন না।
ধন্যবাদ।
351682
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০১:১২
কাহাফ লিখেছেন : শিয়া-সুন্নি নামে মুসলিম দেখতে চাই না!
'মিল্লাতে ইব্রাহীম' হিসেবেই পরিচিতি পেতে চাই!
সকল অন্যায়ের প্রতি গভীর ঘৃণা জানাই!!
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৮
291982
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : কাউকে মুসলিম বা অমুসলিম ঘোষনা আপনাকে করতে হবে না। তারা যদি ভুল পথে পরিচালিত হয় তার বিচার আল্লাহ করবে।
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৬
292025
আবু জারীর লিখেছেন : হুম! আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুণ।
ধন্যবাদ।
351687
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৪
নূর আল আমিন লিখেছেন : মাশ আল্লাহ
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৭
292026
আবু জারীর লিখেছেন : আলহামদু'লিল্লাহ।
ধন্যবাদ।
351690
২৭ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৭
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মুসলিমদের মধ্যে একমাত্র সমস্যা হল সহি ইসলামের প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় নেমে মুসলিমরা কমপক্ষে ডজন খানেক গ্রুপের বিভক্ত হয়ে নিজেরা নিজেরা মারামারি করে মরতেছে।
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:১৯
292027
আবু জারীর লিখেছেন : গ্রুপের কথা শুনলেই এখন মেজাজ গড়ম হয়। কোন মানুষই ভুলের উর্ধ্বে নয় আর সেই সুযোগে দলবাজরা দল বাড়ায় অথছ আল্লাহ দলাদলি করতে নিষেধ করেছেন কিন্তু কে শুনে কার কথা?
ধন্যবাদ।
351702
২৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৪:১৩
সন্ধাতারা লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া।

“এস ধরি হাত করি মোনাজাত

শিয়া সুন্নি ভাই ভাই

একই জামায়াতে নামাজ পড়ে

দুনিয়াকে জানাই”।

চমৎকার আহ্বান।

জাজাকাল্লাহু খাইর।
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:২০
292028
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আচ্ছালাম।
শিয়া সুন্নির বিভেদ ভুলে আমাদের মুসলিম আইডেন্টিটির দিকে ফিরে আসা এখন সময়ের দাবী।
ধন্যবাদ।
১০
351704
২৭ নভেম্বর ২০১৫ বিকাল ০৫:১১
নকীব কম্পিউটার লিখেছেন : ধন্যবাদ, ভাল লাগল। আশা করি নিয়মিত লিখবেন।
২৭ নভেম্বর ২০১৫ রাত ০৯:২১
292029
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
দুয়া চাই আল্লাহ যেন সঠিক কথা লেখার যোগ্যতা দান করেন এবং সময় ও সুযোগ করে দেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File