আমরা মুসলমান
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ নভেম্বর, ২০১৫, ১০:২৩:১৪ সকাল
শিয়া বুঝিনা সুন্নি বুঝিনা
আমরা মুসলমান
মসজিদে ঢুকে গুলি করেছ যে
তুমি শয়তান।
ভাইয়ে ভাইয়ে বিভেদ লাগাচ্ছ
শিয়া সুন্নি বলে
উপযুক্ত জবা পাবে তুমি
একটু সময় হলে।
দুনিয়ার বুকে মসজিদ যত
সবই আল্লাহর ঘর
একই জামায়াতে নামায হবে
নইক আমরা পর।
এস ধরি হাত করি মোনাজাত
শিয়া সুন্নি ভাই ভাই
একই জামায়াতে নামাজ পড়ে
দুনিয়াকে জানাই।
ইব্রাহীমের মিল্লাত আমরা
নাম মুসলিমিন
এটাই হোক বিশ্বাস আমাদের
এটাই হোক একিন।
বিষয়: সাহিত্য
১৫১৮ বার পঠিত, ২২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ফালতু বিভেদ সৃষ্টিক করে ফাসাদ সৃষ্টি করা ছাড়া কল্যাণকর কিছু দেখিনা।
ধন্যবাদ।
ধন্যবাদ।
'মিল্লাতে ইব্রাহীম' হিসেবেই পরিচিতি পেতে চাই!
সকল অন্যায়ের প্রতি গভীর ঘৃণা জানাই!!
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া।
“এস ধরি হাত করি মোনাজাত
শিয়া সুন্নি ভাই ভাই
একই জামায়াতে নামাজ পড়ে
দুনিয়াকে জানাই”।
চমৎকার আহ্বান।
জাজাকাল্লাহু খাইর।
শিয়া সুন্নির বিভেদ ভুলে আমাদের মুসলিম আইডেন্টিটির দিকে ফিরে আসা এখন সময়ের দাবী।
ধন্যবাদ।
দুয়া চাই আল্লাহ যেন সঠিক কথা লেখার যোগ্যতা দান করেন এবং সময় ও সুযোগ করে দেন।
মন্তব্য করতে লগইন করুন