বউয়ের মুখ থেকে স্বামীকে কয়েকটি কমন বাক্য শুনতে হয়--
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ২৯ মে, ২০১৪, ০১:৪৯:০১ দুপুর
বউয়ের মুখ থেকে স্বামীকে কয়েকটি কমন বাক্য শুনতে হয়। যেমনঃ
১. তোমার সংসারে আমি কি পেলাম?
২. আমি বলে তোমার সংসার করছি অন্য কেউ হলে--
৩. আমি আর এই সংসারে থাকব না---
৪. আমি তোমাকে ক্ষমা করব না--
দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে ঝগড়া হয়েই থাকে। ঝগড়া শুরু হলেই উত্তেজনা বা রাগের মূহুত্বে স্ত্রীরা উপরোক্ত কথা গুলো তাদের স্বামীদেরকে শুনিয়ে থাকে। আমি দেখেছি বেশীর ভাগ স্ত্রীরা তাদের স্বামীদের কাছ থেকে বেশী কিছু আশা করে থাকে। কিছু কিছু স্ত্রী তাদের স্বামীদের পকেট খালি করতে পারলেই বেশী খুশী হয়। তাদের স্বামীরা যে কত কষ্ট করে অর্থ উপার্জন করে এই শ্রেনীর স্ত্রীরা বুঝতে চায় না। তারা শুধুমাত্র পাশের বাসার ভাবীর দামী পোষাক,দামী দামী খাবার দেখে নিজের স্বামীকে খোটা দিয়ে থাকে। তারা নিজের স্বামীর উপার্জন ক্ষমতার দিকে খেয়াল না করে নানান রকম আবদার করে থাকে। কোন এক সময় এই নিয়ে স্বামীর সাথে ঝগড়া শুরু হয়। অনেক সময় স্বামী নিজেেকে কন্ট্রোল করতে না পেরে স্ত্রীকে মারধর ও করে থাকে। সম্পর্কের চরম অবনতি হলে অনেক সময় ছাড়াছাড়িও হয়।
সংসারে অভাব-অনটন, ভূল-বুঝাবুঝি থাকবেই। সবাই বেশী উপার্জন করতে পারে না। একজন আদর্শবান স্ত্রীর উচিত স্বামীর সৎ উপার্জনের উপর সন্তুষ্ট থাকা। স্বামীকে অসৎ উপায়ে উপার্জন করতে নিষেধ করা। সব সময় সৎ থাকতে উৎসাহিত করা। কিন্তু বর্তমানে কয়জন স্ত্রীর কাছ থেকে এমনটি আশা করা যায়?
বর্তমান সমাজে সৎ উপার্জণকারীর স্যংখা দিন দিন কমছে।
মানুষ এখন রাতারাতি বড় লোক হতে মরিয়া হয়ে উঠেছে। যে কোন উপায়ে তারা অর্থ উপার্জন করে সংসারকে সাজিয়ে প্রিয়তমা স্ত্রীকে রাজরানী করে রাখতে চায়। তাদের স্ত্রীরা ও এতে খুশী হয়ে স্বামীর বিরুদ্ধে কিছুই বলে না। এই ভাবেই চলছে আমাদের সমাজ..........খাও দাও ফুর্তি কর...
একমাত্র আদর্শবান ও ধার্মিক স্ত্রীরাই তাদের স্বামীকে সৎ পথে চলতে সাহায্য করতে পারে। আদর্শবান স্ত্রীদের মুখ থেকে উপরোক্ত বাক্যগুলো কোন দিন শুনতে হবে না........
বিষয়: বিবিধ
১৬০৬ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের একান্ত পারিবারিক ব্যাপারে
আড়িপাতার জন্য আপনার
জরিমানা হওয়া উচিত!! ]
এত্তোবড় শাস্তি দিতে নিজের মনেই কষ্ট লাগছে
তাই এবারের মত মাফ
তবে আমার মেহমানখানা খোলাই আছে- সবার জন্যই
জামাল ভাই মাশাল্লাহ, এ বিষয়ে লেখালেখিতে চ্যাম্পিয়ন। দারুণ হয়েছে বরাবরের মত।
অধিকাংশের বেলায়ই আমার কাছে মনে হয় কথাটি প্রযোজ্য। বিশেষ করে মর্ডান খেতাবী অসভ্য সমাজে
লিখাটা আরেকবার পড় প্লিজ...
মন দিয়ে পড়বে, কেমন...
সহমত
আরেকটা কথা একজনের কাছে আজকেই শুনলাম যে তার স্ত্রি তাকে বলছেন যে তারা মা অর্থাত শাশুড়ি নাকি বলেছেন তারা একটু চেষ্টা করলে নাকি তার আরো ভাল ঘরে বিয়ে হতো!
বেচারা আর কিছু বলতে না পেরে বলেই ফেললেন যে ঠিক আছে বাচ্চাদুটি আমার কাছে থাকবে আর তুমি আরেকটা বিয়ের জন্য প্রয়োজনিয় সহযোগিতা(মানে ডিভোর্স) পাবে।
কতদুঃখে কেউ এই কথা বলতে পারে????
আসলে আল্লাহর বিশেষ এক রহমত এই মেয়ে জাতি যাদের নেচার সকলের প্রায় কাছাকাছি।
মন্তব্য করতে লগইন করুন