======দোয়া চাই======
লিখেছেন লিখেছেন সিটিজি৪বিডি ০৬ মার্চ, ২০১৪, ০৮:৩৭:৫০ রাত
আগে থেকেই কোমরে ব্যথা
আজ থেকে মাথা ব্যথা।
আসতেছে জ্বর
যেতে হবে ঘর।
কে করবে সেবা
প্রবাসে আমি একা।
করুন সবাই দোয়া
দুর হবে জ্বর-ব্যথা।
(এই দুর প্রবাসে সবাই কাজে ব্যস্ত থাকে বলে কেউ কারো সেবা করতে পারে না। তাই একমাত্র আল্লাহই ভরসা। হে আল্লাহ সকল প্রবাসীদের ভাল রাখুন। আমিন)
বিষয়: বিবিধ
১৫৭৬ বার পঠিত, ৪৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আবার আসব শনিবারে
কথা হবে সবার সাথে
যদি আল্লাহ বাচাইয়া রাখে।
লন দোয়ার সংগে দাওয়া । এইবার ভিজিটটা দ্রুত দেন ।
লন দোয়ার সংগে দাওয়া ।
এইবার ভিজিটটা দ্রুত দেন।
বাকপ্রবাসের শিষ্যত্ব নিয়েছেন মনে হচ্ছে... হা হা ।
চালিয়ে যান ।
শিগগিরই সেরে উঠবেন ইনশাআল্লাহ
নিত্যদিনের ছোট-খাটো অসুখ-বিসুখ সমস্যাগুলো গুনাহমুক্ত থাকার জন্য আল্লাহতায়ালার দেয়া নেয়ামত!!
কত্ত মহান সে রব আল্লাহতায়ালা!!!
সুবহানাল্লাহি ওয়া বি হামদিহি সুবহানাল্লাহিল আযীম
বাংলাদেশ থেকে আমি
শিগগিরই সেরে উঠবেন ইনশাআল্লাহ
একটানা বসে থাকবেননা। একটু পরপর হালকা হাঁটাহাঁটি/পায়চারি করবেন। ওষধ এ কাজ না হলে ফিজিওথেরাপি নেওয়া লাগতে পারে। আমারও এ সমস্যা হয়েছিল একবার। বেশ কষ্টকর। আল্লাহ আপনার সহায় হোন।
মন্তব্য করতে লগইন করুন