“জামাত মুক্ত গ্রাম”

লিখেছেন লিখেছেন আঃ হাকিম চাকলাদার ০৬ মার্চ, ২০১৪, ০৮:৪২:১৮ রাত

বোষ্টন বাংলা নিউজ

লেখক-হাসান মাহমুদ

প্রকাশক-আঃ হাকিম চাকলাদার

মঙ্গলবার, ০৪ মার্চ ২০১৪

বিস্তারিত এখানে গিয়ে ভিডিওটি দেখুন-

http://www.hasanmahmud.com/2012/index.php/announcements/bangladesh-news/130-jamaat-free-village

বাপ্‌সনিউজ : “জামাত মুক্ত গ্রাম” কথাটা শুনলেই মনে হতে পারে কোন রূপকথার গল্প । গ্রামের প্রবেশমুখে সাইন বোর্ডটা আমারিকা-ক্যানাডাতেও নয়, চাঁদ-মঙ্গল গ্রহেও নয়, ওটা বাংলাদেশের গহন গহীনে কয়েকটা গ্রামের প্রবেশপথের গর্বিত উচ্চারণ !



শহর কেন্দ্রিক গন জাগরণ মঞ্চের সেই কাংক্ষিত জামাতমুক্ত বাংলাদেশ আন্দোলনের সেই রূপকথারই বাস্তবায়ন করছে বাংলাদেশের দক্ষিনাঞ্জলের বাগেরহাট জেলার প্রত্যন্ত গ্রামের কিছু মানুষ। মাত্র দেড় বছরের একাগ্র চেষ্টায় সম্পূর্ণ শান্তিপুর্ন পদ্ধতিতে ঐ অঞ্চলের ৩টি গ্রাম সম্পুর্ণ ও আরো ৫টি গ্রাম প্রায় সম্পুর্ণ জামাত-মুক্ত হয়েছে। প্রশ্ন হয়েছে কিভাবে এটা সম্ভব হয়েছে? জামাত মুক্তির এই প্রচেষ্টাটা ছিল সম্পুর্ন উন্মুক্ত ও অহিংস। কোন রাজনৈতিক ষড়যন্ত্র নয়, কোন টাকার খেলা নয় কিংবা কোন পুলিশী একশন বা অস্ত্রের গুণ্ডামী নয়। এই অসাধ্য সাধন হয়েছে মুক্তিযুদ্ধের চেতনা আর আমাদের পবিত্র ইসলাম ধর্মের যৌক্তিক ব্যাখার বদলে। গ্রামের ইমাম সাহেবরা ধর্মের নামে যে অধর্ম করছে কিংবা ধর্ম বিরোধী মওদুদীবাদ এবং সুন্নী প্রধান মুসলিম দেশে এজিদের বংশধারো ওয়াহবীবাদের উন্মেষ ঘটাচ্ছে তা তুলে ধরেন। তার চেয়েরও বড় কথা এই মুক্ত পরিবেশ সৃষ্টির পিছনে কানাডা প্রবাসী আধুনিক ইসলামী চিন্তাবিদ হাসান মাহমুদের “শরিয়া কি বলে আর আমরা কি করি” গ্রন্থ এবং তার পরিচালিত “হিল্লা” এবং “নারী”- এই দুইটি ভিডিও ব্যাপক ভূমিকা রেখেছে।



সবচেয়ে আশ্চর্যের বিষয় জামাতমুক্তির এই আন্দোলনের এই নেতৃত্বে আছে কোন রাকনৈতিক দলের নেতা নয়, আছে তৃণমূলে সাধারন আম জনতা। জামাতী অর্থ আর বাহুবলের রক্তচক্ষু উপেক্ষা করে আম জনতার এই আন্দোলন একটা মাইলফলক। “জামাত-মুক্ত বাংলাদেশ”- কোটি কোটি মানুষের এই স্বপ্ন এখন রূপকথা নয়, ওটা বাস্তবতা।

লেখক ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেসের উপদেষ্টা বোর্ডের সদস্য, দ্বীন রিসার্চ সেন্টার হল্যাণ্ড-এর রিসার্চ এসোসিয়েট, মুসলিমস ফেসিং টুমরো‘র জেনারেল সেক্রেটারী, ফ্রি মুসলিমস কোয়ালিশন-এর ক্যানাডা প্রতিনিধি, আমেরিকান ইসলামিক লিডারশীপ কোয়ালিশনের প্রতিষ্ঠাতা সদস্য এবং খুলনা‘র “সম্মিলিত নারীশক্তি”র উপদেষ্টা। শারিয়ার ওপরে বই “শারিয়া কি বলে, আমরা কি করি” ও আন্তর্জাতিক প্রশংসিত ডকু-মুভি “হিল্লা“, “নারী” ও “শারিয়া প্রহেলিকা” – লণ্ডন ও টরন্টো‘র স্কুলে ধর্মীয় শিক্ষাক্লাসে দেখানো হয়।

লেখকের নিজস্ব সাইটঃ http://www.hasanmahmud.com/2012

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

187987
০৬ মার্চ ২০১৪ রাত ০৮:৫০
হতভাগা লিখেছেন : জামাত মুক্ত গ্রামের পর আসবে জামাতমুক্ত জেলা । চুড়ান্তভাবে জামাতমুক্ত দেশ ।
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:২৩
139463
আবু জারীর লিখেছেন : সব শেষে জামায়াত মুক্ত দুনিয়া। কিন্তু ততদিনে জামায়াতিরা খোলস বদলে নতুন মোড়কে সংসদেও সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে।
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
139468
হতভাগা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
187992
০৬ মার্চ ২০১৪ রাত ০৮:৫৮
বিন হারুন লিখেছেন : হুম! আমাদের গ্রামের হিন্দু বাড়িটিও জামাত মুক্ত. তবে এবার তারাও জামাতকে ভোট দিয়েছে. না হয় জামাত জিতলো কি করে? Happy
188001
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
মোঃজুলফিকার আলী লিখেছেন : আর কি দেখতে হবে। এই তো স্বার্থ!
188005
০৬ মার্চ ২০১৪ রাত ০৯:২১
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভিডিও দেখুন

188051
০৬ মার্চ ২০১৪ রাত ১০:২৭
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : পোস্টটি পড়লাম, ভিডিওটিও দেখলাম। এবং সব কিছু পড়ার এবং দেখার পর বুঝলাম, লেখাটির শিরোনামে ভুল হয়ে গেছে।

শিরোনামটা হওয়া উচিত ছিল "ইসলাম মুক্ত গ্রাম"।
নারীর মর্যাদার আর অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নারীবাদী কিছু পুরুষের মায়াকান্না দেখে করুণা হলো বৈকি।

শারীয়াহ আইনের নামে গ্রামে "হিল্লা" বিয়ে নামে যে আইন প্রচলিত আছে, সেটা কখনোই শারীয়াহ আইন নয়। ইসলামে এই ধরণের বিয়ের বৈধতা নেই। কিছু স্বল্পশিক্ষিত, এবং সাধারণত গ্রামের পঞ্চায়েতরা ইসলামী বিধানের অপব্যাখ্যা করে এই নিয়ম চালু করেছে, যা ইসলাম মোটেই সমর্থন করেনা।

নারী প্রকৃত স্বাধীনতা ও মর্যাদা ইসলাম দিয়েছে। একজন মুসলিম নারী হিসেবে ইসলামে নারীর অধিকার সমূহের ব্যাপারে আমি সম্পূর্ণ জ্ঞাত আছি, তাই আমি কখনোই সমান অধিকার চাইনা, বরং এই সমাজে নারীর ইসলাম প্রদত্ত নায্য অধিকারের প্রতিষ্ঠা চাই। কারণ আমি জানি, ইসলাম আমাকে এত অধিকার দিয়েছে যে, সমান অধিকার হলে বরং আমার আরো ঠকে যাওয়া হয়!

আফসোস ঐ বোনগুলির জন্য, যারা নিজের অজান্তেই পুরুষের পাতানো ফাঁদে পা দিল।
188097
০৬ মার্চ ২০১৪ রাত ১১:২৪
বদর বিন মুগীরা লিখেছেন : সাবাশ!এখন আর ঐ গ্রামে মোল্লা-হুজুর নাই।চেতনা ব্যবসার গতি কয়েকগুন বেড়ে যাবে।
188109
০৬ মার্চ ২০১৪ রাত ১১:৫৩
ওমার আল ফারুক লিখেছেন : হতে পারে জামাত মুক্ত তবে জামায়াত মুক্ত নয় যেটি সাইন বোর্ডে দেখায় যাচ্ছে.যদি জামায়াত মুক্ত হয়! তবে মনে হয় ওই গ্রামগুলোতে শয়তানের যাওয়ার প্রয়োজন হয়না.কিসের জন্য যাবে, তার বিরধী যে কেউ নেই!
188150
০৭ মার্চ ২০১৪ রাত ১২:৩৯
188164
০৭ মার্চ ২০১৪ রাত ০১:২৬
সঠিক ইসলাম লিখেছেন : যে লেখকের চামচামি করতে আসেছেন সে হলো নবী দাবী কারী রাশাদ খলীফার মুরীদ। এই হাসান মাহমাদ আর মজবাসার (বাংলা নবী দাবীদার) প্রায় ই লন্ডনের আন্তর্জাতিক ইসলাম বিরুধী ইহুদী স্কলার্সদের সেমিনরে অংশগ্রহণ করে মাল পানি নিয়ে থাকে। প্রমান লাগলে বইলেন। আর বান্দরের বংশধর হওয়া সত্বেও হঠাত আপনার ইসলাম দরদী হবার মাহাত্নটা বুঝে আসলনা ।
১০
188174
০৭ মার্চ ২০১৪ রাত ০২:২৯
১১
188255
০৭ মার্চ ২০১৪ সকাল ০৯:২৭
সজল আহমেদ লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File