Chatterbox আসলেই তো কথা ঠিক!! Chatterbox সময় শ্রম অর্থ সবই বেঁচে যায়! Chatterbox

লিখেছেন লিখেছেন আবু সাইফ ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৩১:১১ রাত



মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার জজকোর্ট প্রাঙ্গনে ‘বিজয়া, বুদ্ধ, পূর্ণিমা, বড়দিন পুনর্মিলনী-২০১৪’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ঢাকা আইনজীবী সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।

প্রধান বিচারপতি বলেন, অনেক বিচারক গালে হাত দিয়ে ক্রমাগত শুনানি গ্রহণ করছেন। আর আইনজীবীরাও ক্রমাগত শুনানি করছেন। বিচারকদের এমন আচরণ কখনও কাম্য নয়। আইনজীবীদের কাছ থেকেও আমি এ ধরণের আচরণ প্রত্যাশা করিনা।

...........

.............

আসলেই তো! কথা সঠিক!! দীর্ঘ শুনানীর কী দরকার?

যেহেতু শুনানীর প্রতিফলন াওনুযায়ী রায় দেয়া যায়না!!

সুতরাং নথিপত্র দেখে রায় লিখে পড়ে শোনালেই তো হয়!!

বিস্তারিত এখানে

[মান্যবর সম্পাদক/মডারেটর, আমার কথায়/পোস্টে আদালত অবমাননার কোন উপাদান আছে কিনা বুঝতে পারছিনা! যদি তেমন কিছু হয় তবে মাফ চাই, ব্যান করবেন না, শুধু পোস্টটি মুছে দিন]

বিষয়: বিবিধ

১২৩০ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

175997
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আপনি তো দেখছি বাই চান্স ব্লগার হওয়ার দান্ধায় আছেন! মিয়া গ্যাঞ্জাম লাগানোর জায়গায় আর পেলেন না? চান্স এডিটরের কথা বোধ হয় আপনার মনে নেই।
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০১
129265
আবু সাইফ লিখেছেন : ভাই এখন তো চান্সের মৌসুম-
কে-ই বা চায় সুযোগ হারাতে

হা হা হা

মন্তব্যের জন্য ধন্যবাদ

১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪০
129297
সাদাচোখে লিখেছেন : ভাই এখন তো চান্সের মৌসুম-
কে-ই বা চায় সুযোগ হারাতে?

চমৎকার বলেছেন।
175999
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫০
আহমদ মুসা লিখেছেন : নতুন তথ্য প্রযুক্তি আইনের ধারাগুলোর কথা মনে রাইখেন। অবশ্য সরকার বাহাদুরের বদ নজরে পড়লে তখন যেকোন ধরনের আইনের তখন কার্যকারিতা থাকে না। তখন তাদের ইচ্ছা-অনিচ্চা ও মর্জিই হচ্ছে আইন।
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০২
129267
আবু সাইফ লিখেছেন : এতো আইনেরও দরকার হবেনা আর!

ধ্যবাদ..
176001
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:৫৪
বিন হারুন লিখেছেন : এতো সময় ব্যয় করার কি দরকার. বন্দুক যুদ্ধ বলে হত্যা করে ফেললেও তো হয়.
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:০৩
129268
আবু সাইফ লিখেছেন : মন্দ বলেননি...

আরো স হজ হয় হার্ট এটাক-এর ব্যবস্থা করা

176019
১১ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১১:৫৮
ফেরারী মন লিখেছেন : হুম তা ঠিক বলেছেন।
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২২
129285
আবু সাইফ লিখেছেন : Rose Rose
মনকে আর কতদিন ফেরারী রাখবেন!!

এবার ঘরে ফিরিয়ে আনুন!!
176034
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:২৯
মাটিরলাঠি লিখেছেন : চতুর্থ সংশোধনীর পর থেকে বিচারকদের মেরুদন্ড বলতে কিছু নাই। তার আগে সংসদের দুই- তৃতীয়াংশ সমর্থন ছাড়া বিচারক অপসারণ করা যেত না। চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারকদের সরাসরি প্রেসিডেন্ট তথা মন্ত্রণালয়ের অধীনে আনা হয়েছে। যার ফল আজকের বাংলাদেশের অবস্থা।

চতুর্থ সংশোধনীর ফল পরবর্তী সকল সরকারই ভোগ করেছে।

যখন বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়ে, তখন দেশ আর দেশ থাকেনা। যা এখন বাংলাদেশের অবস্থা।
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৫
129298
সাদাচোখে লিখেছেন : আমাদের একটি বড় লিমিটেশান হচ্ছে, আমরা চোর, ডাকাত, প্রতারক, ঘুষখোর, ভীনদেশের চর সহ সমাজের যা কিছু নেগেটিভ কারেক্টার আছে - তাদের কাছ হতে স্মার্ট দায়িত্বজ্ঞান সম্পন্ন মানবিক আচার আচরনে ভরপুর এমন অফিস বিয়ারার প্রত্যাশা করছি এবং করেই চলেছি।
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৫
129397
আবু সাইফ লিখেছেন : আমরা জাতিগতভাবেই ষাঁড়ের দুধ প্রত্যাশী কল্পনাবিলাসী এবং সবখানেই "কারামতী" দেখতে ও দেখাতে চাই!!

তাই কালোবিড়াল ও আবুলেরা কখনো লজ্জিত হয়না, বর্জিতও হয়না!

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
176041
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০১:৪৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ কি আপনি তো দেখি মনের অনেক গবিরের শুনানি করে ফেললেন।
আপনার সাথে একমত।
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৮
129398
আবু সাইফ লিখেছেন : ভয়ে ভয়ে "মহামান্য আদালত" জপ করআটা আমার দারুণ অপছন্দ-

তা না হলে তো রক্ত-মজ্জারও শুণানী করা যেতো

ধন্যবাদ, জাযাকাল্লাহ,
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৬
129405
সিকদারর লিখেছেন : মহামান্য কথাটা মুসলিম প্রধান দেশের জন্য শিরিক । কারন একমাত্র মহামান্য আল্লাহ সোবহানাহু তালা ।
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৮
129409
আবু সাইফ লিখেছেন : @সিকদারর- আমিও তাই জানি-
সেকারণেই তো দারুণ অপছন্দ!!

কিন্তু হাইকোর্টে মাত্র একবারই অভিজ্ঞতা হয়েছে
কাজটা সেবার হয়নি-
আমার আইণজীবি বললেন যে আমার এপিয়ারেন্স ভালো না থাকায় জাজ অসন্তুষ্ট হয়েছেন, তাই কাজ হয়নি!

এরপর আর কখনো কোন কারণেই ঐ বারান্দায় যাইনি

দেখছেন তো! সম্পাদক/মডারেটর বরাবরে আবেদনসহ পোস্ট দিতে হয়েছে!
176212
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৬
সিকদারর লিখেছেন : আপানর পোষ্টের সাথে একমত।
176221
১২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৯
আবু সাইফ লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
176409
১২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:২৩
বুড়া মিয়া লিখেছেন : এগুলো কি বিচার? তামাশা ছাড়া এগুলোকে আর কিছু বলা যায় না কোন যুক্তিতেই ...
১০
176564
১৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪২
মোহাম্মদ লোকমান লিখেছেন : আসলেই কথা ঠিক।
১১
178265
১৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:০৮
অজানা পথিক লিখেছেন : আসলেই তো কথা ঠিক!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File