আসলেই তো কথা ঠিক!! সময় শ্রম অর্থ সবই বেঁচে যায়!
লিখেছেন লিখেছেন আবু সাইফ ১১ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:৩১:১১ রাত
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার জজকোর্ট প্রাঙ্গনে ‘বিজয়া, বুদ্ধ, পূর্ণিমা, বড়দিন পুনর্মিলনী-২০১৪’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। ঢাকা আইনজীবী সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, অনেক বিচারক গালে হাত দিয়ে ক্রমাগত শুনানি গ্রহণ করছেন। আর আইনজীবীরাও ক্রমাগত শুনানি করছেন। বিচারকদের এমন আচরণ কখনও কাম্য নয়। আইনজীবীদের কাছ থেকেও আমি এ ধরণের আচরণ প্রত্যাশা করিনা।
...........
.............
আসলেই তো! কথা সঠিক!! দীর্ঘ শুনানীর কী দরকার?
যেহেতু শুনানীর প্রতিফলন াওনুযায়ী রায় দেয়া যায়না!!
সুতরাং নথিপত্র দেখে রায় লিখে পড়ে শোনালেই তো হয়!!
বিস্তারিত এখানে
[মান্যবর সম্পাদক/মডারেটর, আমার কথায়/পোস্টে আদালত অবমাননার কোন উপাদান আছে কিনা বুঝতে পারছিনা! যদি তেমন কিছু হয় তবে মাফ চাই, ব্যান করবেন না, শুধু পোস্টটি মুছে দিন]
বিষয়: বিবিধ
১২৩০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কে-ই বা চায় সুযোগ হারাতে
হা হা হা
মন্তব্যের জন্য ধন্যবাদ
কে-ই বা চায় সুযোগ হারাতে?
চমৎকার বলেছেন।
ধ্যবাদ..
আরো স হজ হয় হার্ট এটাক-এর ব্যবস্থা করা
মনকে আর কতদিন ফেরারী রাখবেন!!
এবার ঘরে ফিরিয়ে আনুন!!
চতুর্থ সংশোধনীর ফল পরবর্তী সকল সরকারই ভোগ করেছে।
যখন বিচার ব্যবস্থা ভেঙ্গে পড়ে, তখন দেশ আর দেশ থাকেনা। যা এখন বাংলাদেশের অবস্থা।
তাই কালোবিড়াল ও আবুলেরা কখনো লজ্জিত হয়না, বর্জিতও হয়না!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
আপনার সাথে একমত।
তা না হলে তো রক্ত-মজ্জারও শুণানী করা যেতো
ধন্যবাদ, জাযাকাল্লাহ,
সেকারণেই তো দারুণ অপছন্দ!!
কিন্তু হাইকোর্টে মাত্র একবারই অভিজ্ঞতা হয়েছে
কাজটা সেবার হয়নি-
আমার আইণজীবি বললেন যে আমার এপিয়ারেন্স ভালো না থাকায় জাজ অসন্তুষ্ট হয়েছেন, তাই কাজ হয়নি!
এরপর আর কখনো কোন কারণেই ঐ বারান্দায় যাইনি
দেখছেন তো! সম্পাদক/মডারেটর বরাবরে আবেদনসহ পোস্ট দিতে হয়েছে!
মন্তব্য করতে লগইন করুন