পরীক্ষার ফলাফল!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ১৭ মে, ২০১৪, ০৬:১৪:১৯ সন্ধ্যা
যারা আজকে এস.এস.সি/দাখিল ও সমমানের পরীক্ষায় অনেক কষ্ট করে পড়া-শুনা করেও ফেল করেছো আর কিছু অপপ্রচারের কারনে যারা প্রশ্নপত্র আগেই হাতে পেয়ে পরীক্ষায় পাশ করেছে তাদের যোগ্যতার চেয়ে অযোগ্যতাই বেশী! আর এই কারনেই যারা আজকের ফলাফলে ফেল হয়েছো তাদেরকেই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা! তোমাদের আজকের ব্যর্থতা হলেও তোমরা যে চেষ্টা করেছো তাতে যে মেধা বৃদ্ধি পেয়েছে সেই মেধা তোমাদেরকে একধাপ এগিয়ে নিয়ে যাবে আগামিতে! আগামি দিনগুলো তোমরা সফলতার সাথে এগিয়ে যাও এটাই আমাদের আকাংখা! আগামির দিনগুলোতে এই দেশকে সুখী ও সমৃদ্ধশালী করে গড়ার জন্য তোমাদের বিকল্প তোমরাই! তোমাদের এইক্ষনে আবারও অভিনন্দন! নকল করে পাশ করার চেয়ে চেষ্টা করে ফেল করাকে আমরা অভিনন্দন জানাচ্ছি! মন খারাপের কিছুই নেই! আবারও চেষ্টা করো ফলাফল ভালো হবে আসা করি! আজকের এই খুশির দিনে তোমার জন্য লাল গোলাপের শুভেচ্ছা আর সাথে মিষ্টির ছবি! খেতে পারবে না! দেখেই খুশি থাকো! তোমার আত্ম-চেষ্টার ফলাফল একদিন ঠিকই পাবে! ছোট ভাইয়ের পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় তাকে কিছুটা শান্তনা দিতে এই লেখা! প্রবাস থেকে বড়বোন ও তার পরিবার!
বিষয়: সাহিত্য
১৪৯৭ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
৯১% পাশের হার ! এটা তো বিস্ময়কর রকমের ভাল ফলাফল । জিপিএ ৫ পেয়েছে ১,৪২,০০০ । ওয়াও !
বাংলাদেশে মেধারীর সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে । সামনের দিন গুলোতে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে তার এই কৃতি ও মেধাবী সন্তানদের দ্বারা ।
ভালো লাগলো আসলেই যারা ফেল করেছে তাদেরকেউ অভিনন্দন জানানো উচিৎ! অনেক আগের কথা আমার একজন ক্লাস মেটের ভাই পরীক্ষায় কয়েক বিষয়ে ফেল করে বাসায় এসে এমন ভাব করছে যে, মনে হচ্ছে সে খুব ভালো রেজাল্ট করেছে! সবাই বলছে ফেল করে তোর লজ্জা করার উচিৎ ছিলো অথচ তুই দিব্যি হাসি খুশি আর পেট ভরে খেতে পারছিস কিভাবে? সে বলে বোন ফেল করেছি তাতে কি হয়েছে? আবারও সেই ক্লাসে ভর্তি হবো তাতে করে আন্ডারগ্রাউন্ড মজবুত হবে! সবাই তো ওর কথা শুনে অবাক! কি বলে এই ছেলে? বোন বোনের জামাই ও ভাবীরা সবাই হাসছে! আসলে সে ঠিকই বলেছে! তখন তো ফেল করলেও খুব চেষ্টা থাকতো সেই পড়া-শুনার মাঝে আর বর্তমান না পড়েও পরীক্ষায় পাস! ভাবলে অবাক লাগে এই সব কি হচ্ছে? আগামিরই বা কি অবস্থা হবে? কে হবে জাতির প্রকৃত কর্ণধার?
মন্তব্য করতে লগইন করুন