একদিনের বাঙালি হতে!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ১৪ এপ্রিল, ২০১৪, ১১:২৯:৪৩ রাত
চাই না'কো আমি একদিনের বাঙালি হতে
চাইনা শুধু একদিন অ আ ক খ পড়তে!
চাই যে আমি আজীবনের বাঙালি
চাই যে আজীবন বাংলায় কথা বলতে!
চাইনা শুধু চৌদ্দ-ই এপ্রিল বাংলা বর্ষকে গণনা করতে
চাইনা শুধু একদিন সকালের মরিচ পোঁড়া আর পান্তা ভাত খেতে!
চাই আমি প্রতিদিনই বাংলা বার মাসের হিসাব করতে
চাই নিত্য দিনের সকল মিসকিনের পান্তা খাওয়ার কষ্ট বুঝতে!
চাই না'কো আমি! একদিন সবে লাল পাড়ের শাড়ি পরতে
চাই না'কো শুধু চৌদ্দ তারিখে বাঙালির বেশ ধরতে!
চাই যে আমি সদাই বাঙালি বাঙালির বেশেই থাকতে
চাই যে আরো সারা বছরই বাংলায় হিসাব করতে!
চাই না'কো আমি! একদিন শুধু ঢাকঢোল পিটিয়ে বাঙালি হতে
চাই না'কো আমি! বাঙালি সকলে দুইদিনের বৈরাগী হতে!
চাই যে আমি প্রতিদিনই বাঙালি হয়ে থাকতে
বাংলা ভাত বলিব সবে; থাকিব চুপ অন্ন বলা হতে!
নববর্ষ আমার নিত্য দিনই হবে যদি হই আসল বাঙালি
বছর গণনা করিব বারমাস বাংলা ভাষাতে!
একদিনের খুশি হয়ে লাভ কি বলো বার মাস কেঁদে কেঁদে?
বারমাস খুশিতে থাকবো আমি; কাটাবো সময় প্রতিদিন বাংলা নববর্ষতে!
এসোনা সবে; সব বেশ ছেড়ে দিয়ে খাঁটি বাঙালি হয়ে যাই
এসোনা সবাই নিত্যদিনই পান্তা-মরিচ খাই!
কষ্ট বুঝি সকল গরীবের; যাদের ইলিশ কেনার সামর্থ নাই
সকলে মিলে আজীবনের বাঙালি হয়ে বাংলায় নববর্ষের গান গাই!
একদিনের বাংলায় কথা বলা নয়, একদিনের লাল শাড়ি পরা নয়
একদিনের জন্য নয় পান্তা ইলিশ ভাজা!
প্রতিদিন আমি বাংলায় কথা বলি, প্রতিদিন লাল শাড়ি পরি, কথা বলি বাংলাতে
প্রতিদিনের বাঙালি, আমিই খাঁটি বাঙালি, বাংলা মাটির রাজা!
১৪ এপ্রিল ২০১৪
বিষয়: সাহিত্য
১১৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন