Rose Roseতোমার প্রত্যাশায়!!RoseRose

লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৯ ডিসেম্বর, ২০১৩, ০৭:৫১:৩৬ সন্ধ্যা

তোমার প্রত্যাশায়!!

কোথায় গো প্রিয়তম তুমি?

তোমার আশায় বসে আছি আমি অভাগীনি।

মনে কি পড়ে আমার কথা আমার ভালবাসা?

তোমার জন্য কেঁদে কেঁদে দেখ আমার হল কি দশা।

দিন নেই রাত নেই তোমার কথা ভেবে

যায় যে আমার সকল সময় হতাশার রঙ মেখে।

সুযোগ পেলে খবর নিও মনের পারলেও যেও দেখে।

ভালবাসা ভাল নয়, কেন তারে সবে ভালবাসা কয়?

ভালবাসা যদি ভালই হতো তবে নিশ্চুপে কাঁদে কেন হৃদয়?

ভালবাসা ভালবাসা তার মাঝে যত হতাশা ভালবাসার হাজার রুপ।

সেই বুঝেছে ভালবাসা কি? যে দিয়েছে ভালবাসার সাগরে ডুব।

ভালবাসার পিছু ছুটে জীবন কাটে হতশায়।

তবুও মানুষ থাকে কেন সেই ভালবাসার প্রত্যাশায়?

১২ই ডিসেম্বর ২০১৩

বিষয়: বিবিধ

৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File