কে বুঝিবে??
লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৭ ডিসেম্বর, ২০১৩, ১২:৪৪:৫৮ দুপুর
কে বুঝিবে?
কারে কহিবো অন্তর্দহন
কে বুঝিবে নয়ণ রোদন?
কে টানিবে কাছে মোরে?
কে দুঃখ করিবে মোচন?
নয়ন রোদনে কেউ বুঝেনা
ব্যথা কত মনে।
রুপ দেখেও কেউ বুঝেনা
হৃদয়ে কত ব্যথা জমে।
চোখ দেখে হায় বুঝেনা প্রিয়
মনে কত যে হতাশা।
প্রিয়তমকে প্রবাসে রেখে
যায় কি দেশে ভালথাকা?
বুঝবেনা কেউ এজীবনে
কত ব্যথা কার মনে।
তাই বারি ঝরে নিরবে
প্রতিটি নয়ন কোনে।
বুঝবে সবে মূল্য কত
হারাবো যখন নিরবে।
একাত্ত হয়ে করবে রোদন
স্বজনপ্রীতি সরবে।
বুঝবেনা কেউ থাকতে জীবন
হারালে সবাই খুজবে।
মানবের ব্যথা স্রষ্টা বিনে
আর কে বলো বুঝিবে?
১৩ ই অক্টোবর ২০১৩
বিষয়: বিবিধ
১১৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন