Praying Rose বুঝবে একদিন!! RosePraying

লিখেছেন লিখেছেন সাদামেঘ ২২ নভেম্বর, ২০১৩, ০৬:১৭:২৬ সন্ধ্যা

বুঝবে একদিন!!

হারিয়ে যাবো কালো মেঘের মত

শত চাওয়াও বৃষ্টি হয়ে ঝরবোনা।

ঝরে যাবো অকালে ফুলের পাপড়ীর মত

কাংখিত ক্ষনেও ফুটবোনা।

তলিয়ে যাবো সাগর অতলে

পাবো না’কো আর খুজে

মূল্যায়ন করবে সেদিন

যেদিন যাবো চোখদুটি বুজে

থাকতে লোকে চিনেনা

হারালে পরে চিনে।

থাকলে মায়া বুঝেনা

মরলে কাঁদে গুণে।

বেঁচে থাকতে খোজ নেয়না

মরলে শোধে ঋন

আমার মূল্য বুঝবে তুমি

থাকবোনা যেদিন।

২২ শে নভেম্বর ২০১৩

বিষয়: বিবিধ

১৩৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File