জীবনের ভাবনা!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৬ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৫৪:১৪ সকাল
ঘুমগুলো কেড়ে নেয় প্রিয়র ভাবনা
হতাশিত হয়ে ওঠে মন যখন চেয়েও তোমাকে কাছে পাইনা।
শূন্যতা এসে গ্রাস করে মনকে হারিয়ে যায় মনের মৌনতা
হারিয়ে যায় অকালে মনে সকল মাধুর্যতা।
আনন্দের সব প্রতিধ্বনিকে শুধুই অসহ্য লাগে
দুটি নয়ন হতাশিত হয়ে নির্ঘূম রাত্রি জাগে।
কঠিন কষ্টে হারিয়ে যায় মন প্রিয়তমকে হারানোর ভয়ে
একান্ত মনের স্বপ্নগুলো নিরবে যায় ক্ষয়ে ক্ষয়ে।
বুকের ভেতরের প্রতিটি নিঃশ্বাসে হতাশা শুধুই মিশে থাকে
কষ্টেরা শুধু হাতছানি দিয়ে পিছনে ফিরে যেতে ডাকে।
তবুও ভয় থাকে মনে জীবনে ভালবাসাকে আপন করে পাবোনা
তারপরও মন থেকে মুছেনা প্রিয়তমের প্রিয়তম ভাবনা।
৫ই জুন ২০০৩
বিষয়: বিবিধ
১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন