হে প্রবাসী
লিখেছেন লিখেছেন সাদামেঘ ২৬ আগস্ট, ২০১৩, ১২:১২:২৭ রাত
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
বলবে তুমি! আমারী সুখের ভবিষ্যৎ অন্বেশনে।
বলবো আমি! তবে কাজের ফাঁকে আমাকে রাখোনা কেন স্বরনে?
বলবে তুমি! আমি আছি বাঁধা অনেক অনেক ঋনে।
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
আমি আর পারছিনা তা মেনে।
দুর প্রবাসে থাকছো তুমি এই মধুর ক্ষনে
ফিরে কি পাবে এসময় বাকি জীবনে?
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
শিশু তোমার কাঁদছে আদর পেতে
কি যে সুখে তুমি আছো মেতে?
আমাদের ভাবনা আছে কি তোমার মনেতে?
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
সবার কথা ভাবছো তুমি বড় হয়েছ বলে।
আর কতদিন থাকবে প্রবাসে আমাদেরকে ভুলে?
আর কতদিন থাকবে প্রবাসে ঋন করার ছলে?
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
আয় কি হতোনা থাকলে নিজের গাঁয়ে?
ভাল ভাবে চলতে পারতাম হয়তো সেই আয়ে।
কতদিন আর কাটাবে পুরোনো ঋনের দায়ে?
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
আমাদের সাথে থাকতে তুমি স্বল্প আয় করে।
সুখে থাকতাম সন্তান নিয়ে কোলে
মধুর সংসার গড়ে।
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
আমাদেরকে নাও না কাছে টেনে।
কবে যে আনন্দিত হবো আমরা
তোমাকে আমাদের কাছে আছো জেনে?
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
দুর প্রবাসে থেকে থেকে অর্থই দিলে শুধু।
বুঝলেনা চোখের ভাষা
বুঝলেনা মনের চাহিদা কভু?
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
দুর প্রবাসে থেকে থেকে যৌবন হারাচ্ছ।
পরের ক্ষনে হবে কি উপায় একবারও ভাবছো?
তবে কেনে অর্থের তরে ওখানে থাকছো?
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
এককথাতে নাও এবার মনের কথা জেনে।
ঋনের বাঁধন খুলে এবার মুক্ত হয়ে এসে
বাঁধার প্রাচীর ছিন্ন করে কাছে নাও টেনে।
হে প্রবাসী! তুমি প্রবাসে কেনে?
সব আকাংখা বুঝে নাও চেয়ে এই দুনয়নে।
কি ব্যথা লুকায়িত আছে প্রবাসীর সাথির মনে?
কি পেলে যে সুখি তারা এই ক্ষনস্থায়ী জীবনে।
২৬ শে আগষ্ট ২০১৩
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন