প্রবাস যেন হিংসুক সতীন!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ১৩ জুন, ২০১৩, ১০:৩৩:৫২ রাত
আমি প্রবাসের হিংসুকতাকে কি বর্ণ দিয়ে প্রকাশ করবো
আমার মনের অব্যক্ত অভিমান?
আমি জানিনা! যুগে যুগে সে দিয়েই যাচ্ছে
বাঙালি নারীর মনে কষ্ট আর অগ্নি শিখা লেলিহান।
মনের সব কষ্ট সব প্রত্যাশার বিমুখ হয়ে ফিরে আসাই
যেন আমার মনের অভিমান প্রকাশে সুযোগ দিয়েছে করে।
আজ তাইতো অনেকদিন পর কলম তুলে নিয়েছি হাতে
কিছু কষ্টের বাণী প্রকাশ করতে ক্লান্ত হৃদয় ভরে।
যেন কিছুটা অভিমানের ভাষা ছুড়ে মনটা শান্ত হয়
শান্তনার প্রবাদ পায় অভিমান প্রকাশেতে।
শুধু একটি প্রয়োজন মেটাতে তুমি ধরে রেখেছ
বাঙালি নারীর প্রিয় মানুষটিকে তোমার বক্ষে।
প্রথমবারে একটি দুইটি করে দেড়টি বছর গেল
তোমার এই হিংসার অনলে জ্বলে।
যেন দেড়টি যুগ পাড় হল দুজনার
দুজন দুজনকে ফেলে।
এরপরের কথা শুনলে মনটা আরো ক্ষুন্ন হয়
কারন দেড় বছর পর সুযোগ পেলেও সুযোগ হলনা মনের মত,
দেড় মাসের সুযোগ নিয়েই আসল, চলে গেল আবার
বাঙালি নারীর তাই মনটা ক্ষত বিক্ষত।
স্বদেশ ছেড়ে, আপন ছেড়ে, ঔরষজাতক সন্তান ছেড়ে,
শুধু একটি চাহিদা মেটাতে
তুমি রাখলে বেঁধে তোমার বক্ষে
বাঙালি নারীর প্রিয় মানুষটিকে
যেন তোমার সনে যুগ যুগ ধরে
বাঙালি বধূর চিরন্তন রেষারেষি ঈর্ষা।
তোমার ব্যবহারে যেন তাই প্রকাশ পায় বারেবারে
তাইতো বাঙালি নারী সব সময় থাকে অগ্নিমর্শা।
এরপর দ্বিতীয় বার গেল, সেই গেল তুমি আজো ধরে রাখলে
বাঙালি বধূর প্রিয় মানুষটিক তোমার বক্ষে।
কি করে থাকে বাঙালি নারী
তোমার সহমর্মিতার পক্ষে?
বাঙালি বধূর সনে যেন যুগ যুগ ধরে বয়ে আসা
তোমার বিমুখতার প্রকাশ হয়েছে আবার।
প্রবাস তুমি যেন কষ্টই দিতে পারো বাঙালিকে
করতে পারোনা কোন বাঙালি নারীকে সামান্য উপকার।
তোমার ব্যবহারে কাঁদি, হতাশায় ভুগি
তোমার ব্যবহার অত্যন্ত কঠিন।
তুমি যেন সকল প্রবাসীর স্ত্রীর দু;চোখের কাঁটা
প্রবাস যেন আমার আমাদের হিংসুক সতীন।
বিষয়: বিবিধ
১৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন