নতুন চিন্তা!! পড়লেও মিস করবেন না পড়লেও!!

লিখেছেন লিখেছেন সাদামেঘ ২৮ মে, ২০১৩, ০৯:৪০:৪৮ রাত



অনেক দিন থেকে কলম ধরা হয়না সময়ের যা অবস্থা তাতে কলম ধরার মন মানষিকতায়ও ঝঙে ধরেছে। অনেকদিন ধরে পত্রিকাও পড়িনা কারন তাতে মন আরো খারাপ হয়ে যায়। সামান্য ভাল থাকাও যেন অতিষ্টে পরিণত হয়। কি আর করবো? মরনের মাঝের জীবনই সবচেয়ে কঠিন জীবন। এরচেয়ে হঠাৎ মরনও অনেক ভাল। অনেকদিন ধরেই চিন্তা করে আসছি একটি বিষয়। কারোর কাছেই শেয়ার করতে পারছিলাম না। আজকে আপনাদের সবার সাথে শেয়ার করলাম।

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

বেশি কষ্ট হয়না হঠাৎ মরনে। সেই ছোটটি থেকেই দেখে আসছি। একবার বি এন পি সরকার গঠন করে আবার আওয়ামী সরকার গঠন করে। পালা ক্রমেই চলে আসছে আমাদারে এই দেশের সরকার অদল বদল। শুধু নামে মাত্রই গণতন্ত্র কাজে নয়। যা হোক; যারা মুক্তি যুদ্ধ দেখেছেন তারা হয়তো এর সত্যতা সম্পর্কে জানেন। আমাদের এই দুই নেত্রী আমাদের দেশের জন্য, দশের জন্য অনেক কিছুই করেছেন কিন্তু আমরা জনগণ হয়ে তাদের উভয়ের জন্য কিছুই করতে পারিনি। এবার আমাদের সবারও কিছু করা উচিৎ। দুইজনেরই স্বামি নেই, দুজনের মনেই অশান্তি, দুজনকে শান্তির ব্যবস্থা করে দেয়া আমাদের সাধারণ জনগণের প্রধান দায়িত্ব। আমরা কি কখনো উনাদের মনের কথা, মনের অশান্তির কথা চিন্তা করেছি। স্বামির মত প্রিয়জন না থাকলে মনটা এমনিতেই অশান্ত থাকে। আর এজন্যই দুইজনেই নানা রকম ঝামেলা করছে মাঝখানে আমরা জনগণ পিষে মরছি। এর চেয়ে ভাল হয় উনাদের দুজনকে নতুন করে বিয়ে করিয়ে দিয়ে সংসারি করে দেয়া, তখন উনারা সংসারের দায়িত্ব পালনে ব্রত হবে। আর দেশে অন্য একজন নেতা হবে যাতে করে আর এদেশে কোন রকমের হাঙ্গা দাঙ্গামা না হয়, আর আমরাও নিরাপদে থাকতে পারি। এবার উনাদের জন্য কিছু করা দরকার এমন কোন সুহৃদয়বান আছেন কি যিনি এই মহতি কাজে অংশ গ্রহন করে আমাদের দেশে শান্তি আনয়ণ করতে পারেন? বাংলার জনগণ এবার এক হও আবার তাদেরকে সংসারি করে দাও, তারাও শান্তিতে থাক আর আমরাও শান্তিতে থাকি। দেখছেন না এরশাদের বউ আছে বলে উনি কতটা শান্তিতে আছেন। উনার সাথে কারো মারামারিও নাই ধরাধরিও নাই। এখন এই মহৎ কাজটা সব জনগণ মিলেই করতে হবে আগামিতে; আর ধর মোরগ কর জবাই দেখতে না চাইলে। খুবই তাড়াতাড়ি এই কাজটা করতে হবে যাতে করে আর কোন মানুষের অশান্তিতে পড়তে না হয়। আসুন এই মহতি কাজে অংশগ্রহন করে এদেশে শান্তি আনয়ণ করি। .

.

.

.

.

.

.

শুধুই কাল্পনিক চিন্তা থেকে এই লেখা। প্লিজ কেউ কিছু মনে করবেন না। মনের ভাব প্রকাশ করলাম এই যা; আর কিছু নয়।

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File