হেফাজতের ইসলামকে স্যালুট!!
লিখেছেন লিখেছেন সাদামেঘ ০৬ এপ্রিল, ২০১৩, ০৭:২১:৫২ সন্ধ্যা
আজকের আয়োজন নিয়ে বাংলাদেশ মুখরিত, মুখরিত বাংলার জনগন। আজি ইসলামের বৃক্ষতল যেন সিক্ত হয়েছে ইসলামই গণজাগরনের জেগে উঠায়। আজকের এই গণজাগরনে পৃথিবীর রঙরুপ বদলেছে। বদলেছে মানুষের বিশ্বাস। কারন এতদিন ধরে অনেক মানুষ কিছু মিথ্যাও শোষনের চাপে অন্ধ ছিল। আজকে সবার চোখ খুলেছে। পৃথিবীতে নতুন পুরাতন যত যত ইতিহাস আছে সবকিছুই জীবন পাতার একাংশ। জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ সব মিলিয়েই মানব ইতিহাস সৃষ্টি।
আর এই ইতিহাস কখনো রচণা হয় বিজয়ের দিন স্বরনে। আবার কখনো হয় শুধু পরাজয়ের গ্লানি স্মৃতি রুপে ধরে রাখতে। যারা এই ইতিহাস সংরক্ষনে সহায়তা করেন তাদেরকেই বলা হয় ইতিহাসবিদ। কারন তাদের আত্মবিশ্বাস ও পূর্ণ লেখনী যদি না থাকতো তবে মানব ইতিহাসের কিছুই প্রকাশ হতো না আগামি প্রজম্মের জন্য আমাদের জন্য। আগামি থাকতো শুধুই অজানার অন্ধকারে।
যারাই এই ইতিহাসের পান্ডুলিপি বহন করে আসছেন আজকের মানবতা তাদেরকে কতটুকু শ্রদ্ধা ভরে স্বরন করছে? আজকের মানবতার মূল্যায়ন দেখলেই তার জবাব পাওয়া যায়। আমরা কে কতটুকু নিজেকে সঠিক কাজের সাথে জড়াতে পারছি? আর কে কতটা স্বার্থাণ্বাসে ফিরছি দিগ্বিদিক তা আমরাই ভাল জানি। আমাদের চাহিদা কি ও চাহিদা পূরনের চেষ্টাই বা কতখানি?
তা অবলোকন করা যায় নিজের জীবন সাজানো গুছানোতেই সীমাবদ্ধ রেখাতে দৃষ্টিপাত করলেই। আজকের সৎ উদ্দেশ্য ও মহৎ কাজের সহযোগীতায় এগিয়ে এসেছে বাংলার ধর্মপ্রান মুসলমান। আমরা কেউই কারো ভালোর চিন্তা করে কাজ করিনা বরং যারা করি তারা নিজের স্বার্থ কতটা পূর্ণ হবে সেই হিসাব করেই কাজ করি। আসলে কে ধর্মের কতখানি সফলতার জন্য কাজ করছে তা নিজেরাই জানি। কে কে ইসলামের ইতিহাস রচণায় লৌকিকতা করছেও মিথ্যাচার প্রচার করছে আর কে তা সঠিকভাবে সংরক্ষন করছে এবং প্রচার করছে তা কারোই বলার অপেক্ষা রাখেনা।
যে যতখানি দেশের জন্য, দশের জন্য, ধর্মের জন্য কাজ করেছে বা করবে তা সে নিজেই জানে। তাই আমি ও আমার মত অনেক জনগন জানতে চায় সঠিক ইতিহাস, সঠিক ধর্ম, সঠিক রীতিনীতি, সঠিক রাজনীতি, আমাদেরকে সব ইতিহাস সঠিক ভাবে জানতে হবে, জানার চে্ষ্টা করতে হবে। টাকা পয়সা বা কোন লোভনীয় বস্তুর জন্য আমরা যেন আমাদের সত্য ইতিহাসকে বিকৃত না করি।
আমাদের অনুরোধ যারা জ্ঞানী বা বিজ্ঞানী বা যারা সবধরনের ইতিহাস নিয়ে আলোচনা পর্যালোচনা করেন, তারা যেন আগামি প্রজম্মের হাতে তুলে দেন সঠিক সত্য ইতিহাস। অনেকেই ছেলে মেয়েদেরকে মিথ্যা ইতিহাস শিখায়, মিথ্যা গল্প করে করে ছোট বেলা থেকেই মন মানষিকতা মিথ্যার আবরনে ঢেকে ফেলে এই মিথ্যা জেনে জেনে ওরা বড় হয়ে মিথ্যাকেই পছন্দ করতে থাকে,
তখন সত্যকে যে রুপেই তাদের কাছে পেশ করা হোক তারা তা মন থেকে মানতে চায়না এবং মানেও না। যদিও যার চোখের নিশানা মহান মহীয়ান খুলে দেন তার হিসাব ভিন্নরুপ। পত্র পত্রিকা বা বিভিন্ন মিডিয়া যত প্রকার মিথ্যা প্রচার করে আসছে সেই সবের প্রকাশ হয়েছে সত্য পথে যারা আছে তাদের সহযোগীতায়। আগামিতেও মহান মহীয়ান সেই সত্যের বাহকদেরকে শক্তিশালি করবেন আজকের মত করে।
আজকে জেগেছে জনতা, জেগেছে বাঙালি, জেগেছে ধর্মপ্রান মুসলমানের অন্তর। আজকে এই হেফাজতে ইসলামের মহা এই আয়োজনে জমায়েত হয়েছে সব মুসলমানকে বৃদ্ধ ও কিশোর ভাইদেরকে আন্তরিক অভিনন্দন ও স্যালুট, আগামি দিনগুলো এমন ইসলামেরই প্রত্যাশা নিয়ে বুক বেঁধে আছে। আগামি প্রজম্ম সত্য জানতে চায় এবং সে পথে চলতে চায়। আবারও হেফাজতে ইসলামের সবাইকে আন্তরিকতার স্যালুট!!
বিষয়: বিবিধ
১৭৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন