পীর আর মুরিদ

লিখেছেন লিখেছেন মেরাজ ৩১ আগস্ট, ২০১৪, ০৪:১৭:২২ রাত

হক্ক মওলা! চলছে জিকির আকাশ-বাতাস কাঁপে

ধুয়ে মুছে সাফ হয়ে যায় যারা ছিলো মশগুল পাপে

মারেফতী টানে বেহুঁশ মুরিদ, ইশকে বিভোর পীর

ভক্তির চোটে হুজুরের পায়ে লুটায় নিজের শির

হুজুর বাবার নূরাণী চেহারা করো যদি দর্শন

তোমার জীবনে খোদার রহম হবে শুধু বর্ষণ

পায়ে পড়ে যাও চুমু খেয়ে নাও অশেষ ফয়েজ তবে-

করবে হাসিল, তোমাকে রোখার থাকবে না কেউ ভবে!

মাজারের দান বাক্সে যে এক পয়সা করবে দান

সকল বিপদ-আপদের থেকে বেঁচে যাবে তার প্রাণ

মাজারের গাছে ফিতে বেঁধে দাও, মনের খায়েশ যতো-

হবেই পূরণ, যদিও গুনাহ করে থাকো তুমি শতো।

হুজুরের ফুঁক দেয়া পানি পান করেই একটু দেখো

বন্ধ্যা নারীর সন্তান হবে- নিশ্চিত জেনে রেখো!

শত্রু তোমার যতোই করুক জাদু টোনা আর বান

বাতাসের চেয়ে গতি বেশি এই তাবিজের একশান!

বিপদে পড়েছো? কোন চিন্তাই করবে না ভাই আর

হুজুর কেবলা ভরসা তাদের, কোন আশা নেই যার!

জান্নাতে যদি যেতে চাও তবে এক্ষুণি হও বায়াত

হুজুর বাবার হাত ধরো, আর ক'টা দিন আছে হায়াত?

এমনি করে মূর্খ জনতা পড়ছে তাদের খপ্পরে

সত্যি কিন্তু বললাম আমি, মোটে নয় গাল-গপ্প রে...

*****************************

মুখে এক আর পেছনে আরেক এ হলো আসল রূপ

তসবিহ হাতে পাগড়ি মাথায় পরহেজগার খুব!

কিন্তু ভেতরে ভয়ানক এক ভণ্ডামী করে বাস

বুকের জমিনে স্বার্থবাজীর করে শুধু তারা চাষ।

হুজুর কেবলা দশ বছরেও একটি বারের তরে-

করেনি গোসল, সাধনায় পাছে ভেদ পড়ে এই ডরে!

জটলা চুলের উকুনগুলোও ঘেন্নায় যেনো কয়-

এমন বন্য পশুর মাথায় জায়গা যে ক্যান হয়!?

ওদের সর্বগ্রাসী থাবা আজ ছেয়েছে সমাজ গোটা

পীর-মুরিদীর ব্যবসা চালিয়ে করছে ভূঁড়িটা মোটা

এই মনোহর ব্যবসা চলাতে নেই পুঁজি দরকার

শুধু প্রয়োজন দু'চোখ ধাঁধানো আলিশান দরবার!

*****************************

একদিন এই পীরের খানকা জ্বেলেছে এখানে আলো

সেই আলোতেই দূরীভূত হয় সমাজের সব কালো

মিথ্যার সাথে আপোষ করে নি, কখনোও এক তিল

ঈমানের জোর করেছে তাদের নিখাদ-সাচ্চা দিল।

পথহারাদের আলোর পথের সন্ধান দিয়ে পীর-

আবার সত্য রক্ষায় তিনি ছিলেন সাহসী বীর

এদেশের মাটি শাহজালালের রক্তে আজও মাখা

খান জাহানের স্বপ্ন রয়েছে এই মাটিতেই আঁকা।

আজকের পীর মানে হলো শুধু পাগলের বেশ ধরা

খোলস লাগিয়ে স্বার্থ-সিদ্ধি, নিজের পেটটা ভরা

প্রভূ! তুমি ফের এখান থেকেই তোল নব জাগরণ

মুছে দাও সব পীরের খানকা থেকে কালো আবরণ

"কুড়িয়ে পাওয়া" লিখকরে নাম ঠিকানাও পাওয়া যায়নি

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259874
৩১ আগস্ট ২০১৪ রাত ০৪:২১
কাহাফ লিখেছেন : ৯৯% ভন্ড এরা,এদের থেকে বেচে থাকতে হবে। সুন্দর লেখার জন্যে অনেক ধন্যবাদ .......
259921
৩১ আগস্ট ২০১৪ সকাল ০৯:৪৮
ইমরান ভাই লিখেছেন : কোরআন ও সহীহ হাদীস আকড়ে ধরো,সকল পীর মুরিদীকে লাথি
মারো।
পীর মানেই ভন্ড।

জাজাকাল্লাহুখায়রান।
287467
২৪ নভেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
নাছির আলী লিখেছেন : Time Out যেখানে পাবেন সেখানেই হাতড়ি পিটা করবেন এই ভন্ডদেরকে। অনেক ধন্যবাদ
289475
২৯ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৮
প্রেসিডেন্ট লিখেছেন :
৩০ নভেম্বর ২০১৪ রাত ০২:২৭
233482
মেরাজ লিখেছেন : Don't Tell Anyone

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File