মোসআদ এফবিআই চলছে হাছিনার পথে

লিখেছেন লিখেছেন মেরাজ ১৮ জুলাই, ২০১৪, ০৬:৩৯:৩১ সন্ধ্যা

আজ সারা দুনিয়া হাছিনাকে অনুকরণ করা শিখে ফেলেছে, নিচে ব্যাক্ষা দিচ্ছি।

গতকাল রাত থেকে ইসরাইল গাজায় স্থল হামলা শুরু করে। ইসরাইলী মন্ত্রী-এমপিরা কয়েকদিন যাবতই হুংকার দিচ্ছে গাজায় তারা ঘরে ঘরে ঢুকে ফিলিশ্তিনিদের হত্যা করবে। ইসরাইলি এক মহিলা এমপি বলেছেন গাজার সব মহিলাকে হত্যা করা হবে তারা যেন কোন হামাস জন্ম দিতে না পারে।

এমন হুংকারের ঠিক আগে আগেই রাশিয়া-ইউক্রেন সীমান্তে মার্কিন+ইউরোপ নাগরিকবাহী বিমান বিধবস্হ হয়ে ২৯৫ জন নিহত।

‪কেন‬ জানি মনে হচ্ছে ২ টা ঘটনা একে অপরের সাথে সম্পর্কিত।

১। বিবিসি-সিএনএন সহ বিশ্বমিডিয়া ব্যাস্ত থাকবে বিমান বিধবস্হ নিউজ নিয়ে।

২। ২/১ দিনের মধ্যে আমেরিকা আবিস্কার করবে যেই গোলার আঘাতে বিমান বিধবস্হ হয়েছে সেই গোলা রাশিয়ায় তৈরি যা ইউক্রেনের রাশিয়াপন্থীরা ব্যাবহার করেছে।

৩। রাশিয়ার বিদ্রোহিদের শায়েস্তা করা হবে সেই সাথে রাশিয়াকে ও আরো কোনঠাসা করার চেষ্টা করা হবে।

৪। সর্বশেষ গাজায় যেই গনহত্যা শুরু করেছে তা বিশ্বমিডিয়ায় ঠিক মত প্রচার হবেনা এবং গাজার গনহত্যা পুরোপুরি আড়াল করা হবে।

হাছিনা-আমেরিকা-ইসরাইল পারেনা, এমন কিছু কি হয় ?

বিষয়: বিবিধ

১২১৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245788
১৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
হতভাগা লিখেছেন : এক ঘটনার রেশ কাটতে না কাটতেই আরেক ঘটনার সৃষ্টি করা হাসিনারই ট্যাকটিকস্‌ । এটা খুবই ইফেক্টিভ ।

মিডিয়াকে নিয়ন্ত্রন করাই হচ্ছে আজকের বিশ্বে সবচেয়ে বড় জয় ।
245789
১৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার দেয়া ব্যাখ্যার সাথে দ্বিমত করার সুযোগ নেই।
245793
১৮ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৩৯
সুশীল লিখেছেন : আজাইরা
245806
১৮ জুলাই ২০১৪ রাত ০৮:১৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমি সম্পূর্ণ একমত
245809
১৮ জুলাই ২০১৪ রাত ০৮:২৪
বি.এম আরিফ লিখেছেন : একদম খাঁটি কথা
245818
১৮ জুলাই ২০১৪ রাত ০৯:২৪
পটাশিয়াম নাইট্রেট লিখেছেন : ১ ঢিলে ৪ পাখি!

* ইসরাঈলের স্হল হামলা শুরুর সাথে-সাথে বিশ্ব মিডিয়ার চোখ ইউক্রেণের দিকে ঘুরিয়ে দেয়া।
* রাশিয়ার কাঁধে এ ঘটনার দায় চাপানো।
* মালেশিয়ান এয়ার লাইনে ধ্বস নামানো। (এখন থেকে আমি নিজে ও হয়তো মালেশিয়ান এয়ারে টিকেট কিনতে চিন্তা করবো)

উপরের সবগুলু ঘটনার সুবিধাভোগী কারা?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File