হার জিত চিরদিন থাকবেই।
লিখেছেন লিখেছেন মেরাজ ০৯ জুলাই, ২০১৪, ০৪:৫০:২৪ রাত
হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে
ডজনাধিক গোল না খেয়ে বড় হয়েছে কে কবে !
কে ব্রাজিল আর কে আর্জেন্টিনা ভাবছো কেনো মিছে
আসল কথা সামনে যাবো রইবনা কেউ পিছে ৷
বন্ধুত্বটা অনেক বড়, মনটা কেনো ছোট করো
দুনিয়াতে একই সাথে ক'দিন বলো কে রবে !
রবিন - মেসি - নেইমার - শার্লি কেউ তো খারাপ নয়
বাংলাদেশী ভাই মোরা এইতো পরিচয় ৷
সুখে দুঃখে পাশে পাশে রইবো আমরা মিলে মিশে
জয় পরাজয় সে কিছু নয় মানুষ যদি হই সবে ৷
হার জিত চিরদিন থাকবে তবুও এগিয়ে যেতে হবে
গোটা সাত গোল না খেয়ে বড় হয়েছে কে কবে !
বিষয়: বিবিধ
১৯৯৭ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুনিয়াতে একই সাথে ক'দিন বলো কে রবে !
তবে জার্মানরা আজ যা করলো - ইশশশশ্...মায়া নাই ১টুও...
খুব সম্ভব পর পর তিবারের মত অল-ইউরোপিয়ান ফাইনালই হচ্ছে । হলে সেটাই জমজমাট হবে । না হলে লজ্জাজনক একটা ফাইনালই অপেক্ষা করছে ।
তবে ল্যাটিন আমেরিকার সমর্থকদের জন্য আশার খবর যে ৩য় স্থান নির্ধারনী ম্যাচ ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই হচ্ছেই হয়ত ।
বিশ্বকাপের এই একটা ম্যাচেই দলগুলো একেবারে নিশ্চিন্ত হয়ে খেলে । ফলে খেলাও হয়ে উঠে প্রানবন্ত । আর সেটা হচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার মত আগুনে ম্যাচ।
বুঝে নিলাম কারে দিলেন বাঁশটা
মন্তব্য করতে লগইন করুন