ঈদ আর কত দূর পাঞ্জেরি এখনো তোমার আচল তলায় লোকায় ওরা।
লিখেছেন লিখেছেন মেরাজ ০৮ জুলাই, ২০১৪, ০৫:০২:৫০ সকাল
"এবারের আন্দোলন ঈদের পরের আন্দোলন
এবারের আন্দোলন শাড়ি চুড়ি পরার আন্দোলন"
আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকদের হত্যা করা হয়, তোমাদের কাছে আমার অনুরোধ রইল,- প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সব কিছু, আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে।
আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না। ১৭ কোটি মানুষের দাবায়ে রাখতে পারবা না। আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাদের দমাতে পারবে না।
তোমাদের যা কিছু তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন শিবির দিয়েছে, ওরা রক্ত আরো দিব। এ দেশের মানুষকে BNP! মুক্ত করে ছাড়বে ইনশাল্লাহ্।
এবারের আন্দোলন ঈদের পরের আন্দোলন , এবারের আন্দোলন রোজার ঈদ কিংবা কোরবানির ঈদের পরের আন্দোলনের ।
জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্তমান বিএনপি...
শাড়ি পরার আন্দোলন
মন্তব্য করতে লগইন করুন