ছন্দ মিলে গেলে আমি দায়ী নই...
লিখেছেন লিখেছেন মেরাজ ১৫ এপ্রিল, ২০১৪, ০১:১৬:৫২ দুপুর
শোন মা হায়না, রেখে দে রে কাজ
ত্বরা করি ভারত চল,
এল শিবিরের সেনারা এখনি নামিবে ঢল।
বঙভবন সোনা রুপায় ভরা
সব কিছু গুছিয়ে নিয়ে আয় ত্বরা
করিস না দেরি- আসিয়া পড়িবে সহসা তারা
টাকা কড়ি নিয়ে আয় ত্বরা আসছে ছাত্রদল।
এখনো যে মেয়ে আসে নাই ফিরে- দুদিন যে বয়ে যায়।
ভরা ক্ষুব্ধ জনতার আক্রোশে কূলে কূলে উছলায়।
ঢাকার রাজপথে জনতা একাকার,
যেদিকে তাকাই অথই কুকুরের লাশ,
দেখতো দিল্লিতে সব রেখে গিয়েছে কি ও আম্রিকায়?
এখনো ফিরিয়া আসে নাই সে কি? দুদিন যে বয়ে যায়।
অগাষ্ট গেলো, চলে গেল ডিসেম্বর, জনতা আসছে ধেয়ে,
এখনো তবুও এলো না ফিরিয়া ডাইনি সর্বনাশী।
দেখ দেখ দূরে ল্যাম্পপোস্টে
কাচা পাকা চুল যেন ঐ দেখা যায়-
কাহার শাড়ির আঁচল-আভাস সহসা উঠিছে উড়ি?
মেয়েকে মোর ল্যাম্পপোষ্টে লটকাইল কি জনতা বাংলাদেশী।
#একজন ফ্রম হাবিয়া।
বিষয়: বিবিধ
১৩৭২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বংগভবন সোনা রুপায় ভরা
সব কিছু গুছিয়ে নিয়ে আয় ত্বরা
করিস না দেরি- আসিয়া পড়িবে সহসা তারা
টাকা কড়ি নিয়ে আয় ত্বরা আসছে ছাত্রদল।''
মজা দেবার জন্য অসংখ্য ধন্যবাদ ।
পোস্ট টা কি আসলে সিরিয়াসলি করছিলেন ?
http://www.somewhereinblog.net/blog/rony6259/29940924
হে জুতার পিতা
বলছি, দুনিয়া থেকে ।
এত তাড়াতাড়ি
কেমন করে ছাড়ি
তোমার, সর্বনাশী মেয়েকে ।
সজত্নে রেখে দেওয়া
পেতি হাঁসের আন্ডা।
নরম পায়ে পড়াব
লোহার বেড়ি ডান্ডা ।
অনেক ধন্যবাদ পিলাচ
পিলাচ
মন্তব্য করতে লগইন করুন