“যদি বুজুর্গদের ব্যপার হয় তবে সাধারনের মাঝে আলোচনা কেন?”

লিখেছেন লিখেছেন মেরাজ ২৮ মার্চ, ২০১৪, ১২:৪০:৫১ রাত

তাবলীগ ওয়ালাদের যদি জিজ্ঞাসা করা হয় –“নবী মোহাম্মদ(সাঃ) এর কবরের কাছে কিছু চাওয়া যাবে কিনা? তাতে কি শিরক হবে ?”

তখন তাদের জবাব স্পষ্ট যে অবশ্যই শিরক হবে।

ফাজায়েলে হজ এর কিতাব- যা রমজান মাসের পর থেকে ঈদ উল-আযহা প্রর্যন্ত পড়া হয়, কিতাবের নবী প্রেম এর কাহিনী এর ২৩ নাম্বার এ ঘটনা:- ছুফি আবু আব্দুল্লাহ বলেন-আমি একবার আমার পিতার সাথে মক্কা শরিফে যাই। আমরা ভীষণ অভাবগ্রস্ত ছিলাম। এই অবস্তায়ই মদিনা শরিফে যাই। রাত্রি বেলায় খুদায় ছটফট করছিলাম। আমার পিতা কবর শরিফের নিকট গিয়া বলিলেন- হুজুর( ছঃ) , আমারা আজ আপনার মেহমান। এই বলিয়া তিনি মোরাকাবায় বসিয়া গেলেন। অনেকক্ষণ পর তিনি মাথা উঠাইয়া কখনো কাঁদিতে এবং কখনো হাসিতে লাগিলেন। লোকেরা ইহার কারন জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, আমার হুজুর( ছঃ) এর জেয়ারত নসীব হইয়াছে। হুযুর (ছঃ) আমাকে কিছু দেরহাম দান করিয়াছেন। দেখা গেল তাহার হাতে অনেকগুলো দেরহাম রহিয়াছে।

এই ঘটনা তাবলীগদের জিজ্ঞাসা করলে তারা বললে যে, নবীর কবরের কাছে চাওয়া শিরক তবে এই টা শিরক না!!! তখন তারা বলবে যে এইগুলো বুজুর্গ দের ব্যপার , আমরা বুঝবো না।

“যদি বুজুর্গদের ব্যপার হয় তবে সাধারনের মাঝে আলোচনা কেন?”

বিষয়: বিবিধ

১৩৯৬ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199021
২৮ মার্চ ২০১৪ রাত ০১:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এইগুলো বুজুর্গ দের ব্যপার , আমরা বুঝবো না।
২৮ মার্চ ২০১৪ রাত ০১:০৭
148900
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : যা বলবেন তা কি নিরবে মেনে নিতে হবে ?নাকি যাচাইয়ের প্রয়োজন ?
২৮ মার্চ ২০১৪ রাত ০১:১১
148902
মেরাজ লিখেছেন : যাচাইয়ের প্রয়োজনীয় অবশ্যই আছে
199025
২৮ মার্চ ২০১৪ রাত ০১:১৬
মেরাজ লিখেছেন :
199030
২৮ মার্চ ২০১৪ রাত ০১:৩৮
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
199079
২৮ মার্চ ২০১৪ সকাল ০৮:৪১
পদ্ম পাতা লিখেছেন :
199080
২৮ মার্চ ২০১৪ সকাল ০৮:৪৩
পদ্ম পাতা লিখেছেন :
199087
২৮ মার্চ ২০১৪ সকাল ০৯:৩১
আওণ রাহ'বার লিখেছেন : আসলেই যে বিষয়গুলো বিতর্কিত।
সেগুলোর ব্যাপারে তবলীগের নেতাদের সচেতন হওয়া প্রয়োজন এবং সংশোধন দরকার হলে সেটা তাদের করা উচিৎ।
আসলে ফাজায়েলের কিতাবগুলোতে নিঃসন্দেহে জয়ীফ হাদিস আছে তো তাদের কিতাবগুলো পুনঃমূল্যায়ন করা প্রয়োজন।
199093
২৮ মার্চ ২০১৪ সকাল ১০:১৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু তাবলিগ এর এই দোষ নাই। আরো অনেকেই কোন পির বা আলেম এর ছোটখাট কোন ভুলত্রুটির দিকে দৃষ্টি আকর্ষন করলে এই জবাবই দেন। ব্যাপারটা অনেকটা ভগবানের লিলা বোঝা ভার এর মতই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File