আরেকটি প্যারোডি প্যাঁচাল

লিখেছেন লিখেছেন মেরাজ ১৩ মার্চ, ২০১৪, ১২:৪৫:৪৫ রাত

একদিন ঘুম ভেঙ্গে দেখি

ত্রাসের সম্রাজ্ঞী মরে গেছে

জীবন্ত ডাইনীর নিস্প্রান দেহ

ধারালো শুলের উপর চড়ে আছে।।

শোক নেই আকাশে নেই কোন শোক

ভাসে না বুক আর চোখের জলে

শুভ্র মেঘগুলি রঙিন শাড়ি পড়ে

উড়ায় উল্লাসের আচল।

আধারের মেঘ যেন আজ আড়ালে লুকিয়ে

থেকে থেকে দেয় উকি।

একদিন ঘুম দেখি…….।।

দুঃখ নেই জীবনের সুখের দুকূল

অকালে ঝরে গেছে কত সোনালী মুকুল

স্তব্ধ হয়ে ছিল পাখিগুলি ভোরে

কান্নার ঢেউ চেপে বুকে।

শেষ হয়ে গেছে আজ দুঃখ যত জীবনে

চিতায় পুড়ানো যেন শুধু বাকি।

একদিন ঘুম দেখি…….।। Nail Biting

বিষয়: বিবিধ

১০৩২ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191454
১৩ মার্চ ২০১৪ রাত ১২:৫৫
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : যাক কবি মেরাজ পোলাডারে অনেক দিন পর ব্লগে দেখলুম-
তোঁ তাকে ধন্যবাদ- এমন একখান রমা রমা রম্য কবিতা দেয়ার জন্য-
191541
১৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৪১
হতভাগা লিখেছেন :


পোস্টটি সরিয়ে ফেলুন
১৩ মার্চ ২০১৪ রাত ১০:৫৯
142810
মেরাজ লিখেছেন : ডরাইছি Waiting
191587
১৩ মার্চ ২০১৪ সকাল ১১:১৮
বিন হারুন লিখেছেন : পিলাচ : এক কথায় দারুণ!
191716
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৪:০০
বাংলার দামাল সন্তান লিখেছেন : সুন্দর একটি কবিতা উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই
191799
১৩ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
সজল আহমেদ লিখেছেন : ভাল লেগেছে।
313361
০৭ এপ্রিল ২০১৫ রাত ১২:২৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File