নৌকার মাঝি কবরে/ নৌকা কেন উপরে? ? ?
লিখেছেন লিখেছেন মেরাজ ০৬ জুলাই, ২০১৩, ০৯:২৯:০৬ রাত
দিনের আলো নিভে গেল, নৌকার পাল তোল
ও বেলা গেল....
এইবার তোমার আপন দেশে চল,
হিন্দুর সাথে দোকান দিয়ে করলি বেচাকেনা
লাভ হইলোনা হইলো কেবল আসলে তে দেনা,
জনগনের হিসাব দিবার সময় বয়ে গেল
ও বেলা গেল....
এইবার তোমার আপন দেশে চল,
শাহবাগের এক রূপকুমারী তোর নৌকাতে এলো
রূপের মায়ায় ভুলাইয়া, জমীর চাচায় সকল কেড়ে নিল,
টাকার মায়ায় মদের নেশায় যা হবার তাই হলো
ও বেলা গেল....
এইবার তোমার আপন দেশে চল,
আমরা বলে হিসাব দেবার নেইতো কিছু আর
সার কেবল সেই গুরুর চরন ধর গিয়ে তার
গুরুর চরন মাথায় নিয়ে ও-পারেতে চল
ও বেলা গেল....
এইবার তোমার আপন দেশে চল,
এইবার তোমার আপন দেশে চল...
বিষয়: বিবিধ
২১৩১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন