শীতে খেজুর গাছ ও তার রস (ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন তেপান্তর ০৪ জানুয়ারি, ২০১৩, ০১:৪৫:৪০ দুপুর
ছবিঃ শীতের সকালে খেজুর রসের মজাই আলাদা। ভোরে গাছ থেকে খেজুরের রস বোতলে পূর্ণ করে নামছেন এক ব্যক্তি।
ছবিঃ গাছ থেকে রস নামানোর পর রস খেতে ভিড় জমিয়েছে মাছি।
ছবিঃ রসের হাঁড়ির পাশে রস খেতে এসেছে একটি ফিঙে।
ছবিঃ গাছে উঠে খেজুরের রস খাচ্ছে এক দুরন্ত কিশোর।
ছবিঃ গাছ চাঁচার পর সেখান থেকে রস আসে। তাই গাছে উঠে চাঁচ দিচ্ছেন এক রস ব্যবসায়ী।
ছবিঃ গাছ থেকে রসের হাঁড়ি নামাচ্ছেন এক ব্যক্তি।
ছবিঃ গাছ থেকে রস নামানোর পর তা এভাবে কাঁধে করে পাড়ায় পাড়ায় ঘুরে বিক্রি করা হয়।
ছবিঃ গাছিরা এভাবে খেজুরগাছের পাশে তাঁবু টাঙিয়ে রাতভর গাছের রস পাহারা দেন। আর সকালে এখানেই তা বিক্রি করেন। প্রতি লিটার রস তাঁরা ৬০ টাকায় বিক্রি করে থাকে।
বিষয়: বিবিধ
৫৪৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন