নীলাকাশ

লিখেছেন লিখেছেন তেপান্তর ২৭ জুন, ২০১৩, ০১:০৭:২১ দুপুর



নীলিমায় রংধনুর সাত রঙ হয়ে

স্বপ্ন দেখিছি তোমায় নিয়ে

ছুঁয়ে দেব ঐ দূর নীলাকাশটাকে।

রঙ্গিন আলোর দিপ্ত ছড়িয়ে

রাঙ্গিয়ে দেব ধূসর এই মনটাকে।

রাতের নির্জনতায় মুক্ত আকাশে

হাজারও নক্ষত্রের মিতালী।

বিষাদের কালো ছায়া ভর করে

ঘিরে ধরে চারপাশ থেকে।

আনমনে সেইক্ষনে তোমায় ভাবি

আলোকবর্তিকা হয়ে আমার পাশে

দাঁড়িয়ে তুমি নিভৃতে একাকি।

সবুজ ঐ তেপান্তরের মাঝে

চেয়ে দেখি অবলীলায়

তোমার হাসিমাখা মুখটাকে।

তাইতো স্বপ্নটাকে বুকের ভেতর

আগলে রেখেছি যতন করে।

প্রহর গুনি আসবে তুমি

তোমায় ভেবে সময় কাটে।

বিষয়: বিবিধ

১৮১৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File