হৃদয়ে বাংলাদেশ, স্মৃতিতে বাংলাদেশ (ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন তেপান্তর ০৫ জুন, ২০১৩, ০৩:০৪:১৪ দুপুর



চিত্রঃ ১৮৬০ সালের কোন এক বাংলাদেশী গ্রাম। গ্রামের নামটা অবশ্য জানা যায়নি।



চিত্রঃ ১৮৬০ সালের পদ্মা নদী। ফারাক্কা বাঁধ বিহীন পদ্মা শুকনো মৌসুমেও কত প্রানোচ্ছল।



চিত্রঃ ১৮৬০ সালের কুস্টিয়ার গড়াই নদী।



চিত্রঃ ১৮৭২ সালের ঢাকার লালবাগের কেল্লার ছবি। পাশেই দুজন দর্শনার্থী দেখা যাচ্ছে।



চিত্রঃ ১৮৭৫ সালের পুরানা পল্টন।



চিত্রঃ ১৯০১ সালের কার্জন হল ও দোয়েল চত্তর।



চিত্রঃ চক বাজার, ১৯০৪। এই রোডের পাশেই বর্তমানে বোরহানুদ্দিন কলেজ অবস্থিত। এবং বর্তমানে এই রোডের নাম নাজিমুদ্দিন রোড। ছবিতে ঘোড়ার গাড়ীটিকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যাচ্ছে।



চিত্রঃ পুরান ঢাকায় থাকেন অথচ লোহারপুল চিনেন না, এমন মানুষ পাওয়া মুশকিল। এটি ১৯০৪ সালে লোহারপুলের ছবি।বর্তমানে এ জায়গাটি সুত্রাপুর নামে পরিচিত। এ খালটির উপর দিয়ে এখন রাস্তা হয়েছে।

(ছবি ও বর্ণনা সংগৃহীত)

বিষয়: বিবিধ

৪১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File