নির্মমতা

লিখেছেন লিখেছেন তেপান্তর ০৪ মে, ২০১৩, ০৫:০২:১৮ বিকাল



নির্মমতা, ছিলো বড়ই নির্মমতা

পলাশীর প্রান্তরে যেদিন প্রথম হয়েছিলো

স্বাধীন বাংলার সূর্য্য অস্তমিত

তা ছিলো নির্মমতা, বড়ই নির্মমতা।

৭১ ছিল বাঙ্গালীর মৃত্যু কুপ

নির্মমতাকে করেছিলো আলিঙ্গন

বিলায়েছিলো প্রাণ অকাতরে

তা ছিলো নির্মমতা, বড়ই নির্মমতা।

দেখেছিলাম বিডিয়ার বিদ্রোহের নির্মমতা

যেখানে দালালদের হাতে নিভে যাওয়া

বীরবেশী সোনার ছেলেদের প্রাণ

সেটাও ছিল নির্মমতা বড়ই নির্মমতা।

দেখিলাম তাজরিনের করুণ নির্মমতা

সহস্র প্রাণ পুড়ে হলো ছারখার

ফ্লাইওভারও কেড়ে নিলো জীবন

ছিল নির্মমতা, বড়ই নির্মমতা।

২৮শে অক্টোবর ছিলো কালো অধ্যায়

কেড়ে নিলো সহসায় পাখি শিকারির ন্যায়

রাস্তায় পড়েছিলো রক্তজামা সহস্র প্রাণ

কি যে নির্মমতা, ছিল বড়ই নির্মমতা।

রানা প্লাজা জাতির কলঙ্কিত নাম

নিমেষেই পড়লো চাপা অজস্র কর্ম প্রাণ

মৃত্যু কুপে ছিলো বাঁচার আকুতি

ছিলো কি ভয়ানক নির্মমতা! বড়ই নির্মমতা!

আর কত এরকম নির্মমতা?

ভাবতেই শিউড়ে উঠি অবলীলায়

‘হে দয়াময়’ কবে হবে এই নির্মমতা দুর?

এ ভার বয়ে বেড়ানোর সাধ্য যে আমার নাই।

বিষয়: সাহিত্য

২০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File