একটি ভোরের অপেক্ষায়
লিখেছেন লিখেছেন তেপান্তর ১০ এপ্রিল, ২০১৩, ০৬:৪১:১৬ সন্ধ্যা

জীবন থেকে কেটে যাওয়া অজস্র প্রহর,
ছিল শুধুই দীর্ঘশ্বাস হারানোর বেদনায়।
অকস্মাৎ ঠুনকোতেই টুকরো করে,
মনের কুটিরে বসতি গড়েছিল যেথায়।
আঁধারের ঘোর ঠেলে উদ্ভাসিত,
একটি সোনালি সূর্য্য উঁকি দেয়।
ভোরের নির্মল আলোর ঝলকানি,
আন্দোলিত মন দোলে নির্মলতায়।
স্বপ্নগুলো ডানা বাঁধে একে একে,
অব্যক্ত মনের কথামালা জমা রয়।
বিষাদে আচ্ছন্ন হৃদয়ের গহীনে,
স্বপ্নগড়ার অমোঘ অভিপ্রায়।
অতঃপর, একটি সোনালি ভোরের অপেক্ষায়।
বিষয়: বিবিধ
১৩০৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন