বিচারের নামে এ কেমন তামাশা???

লিখেছেন লিখেছেন নিউজ ওয়াচ ১৬ জুলাই, ২০১৩, ০৮:২৭:১৪ সকাল



দুনিয়ার কোথাও কি দেখেছেন বিচারকরা নিজেই কোন একপক্ষ নিয়ে, কাগজপত্র যোগাড় করে অন্যপক্ষের বিরুদ্ধে রায় দেয়?

বিচারক রায় দিবেন দুই পক্ষের উপ স্থাপিত তথ্য, উপাত্ত, যুক্তি-প্রমাণ দেখে। নিজেরা কোন পক্ষ নিবেন না।

বিচারক যখন এক পক্ষ নিয়ে নেয়, সেটা কি বিচার বলে নাকি বিচারের নামে তামাশা?

দেখুন এই নিউজটা,



চেয়ারম্যান বলেন, ‘ট্র্রাইব্যুনালের সকল মামলা থেকে এটা সম্পূর্ন আলাদা। গোলাম আযমের বিরুদ্ধে সরাসরি কোন অভিযোগ নেই। এ মামলায় মৌখিক কোন সাক্ষ্যের কোন দাম নেই। দালিলিক প্রমাণই প্রয়োজন। আর দালিলিক সাক্ষ্যের জন্য প্রসিকিউশন বিভিন্ন পত্রিকার কাটিং পেশ করেছেন। কিভাবে তিনি কাজ করেছেন, কোথায় সাহায্য চেয়েছেন। প্রসিকিউশন যে ডকুমেন্ট দাখিল করেছেন তাতে আমরা সন্তুষ্ট নই। আরও কিছু ডকুমেন্ট হলে ভালো হতো।’

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি ফজলে কবির বলেন, ‘আমরা ডকুমেন্ট হিসেবে কোন রেফারেন্স বই পাইনি।’

তিনি বলেন, ‘এ মামলায় আমরা তেমন কোন রেফারেন্স বই সংগ্রহ করতে পারি নাই। আমরা চেষ্টা করেছি বিভিন্ন বই সংগ্রহের জন্য। আর এ জন্যই রায় ঘোষণা করতে দেরী হলো। এ মামলার রায় ঘোষণা করতে প্রায় তিন মাস সময় লেগেছে।’ যার কারণে আমরা সমালোচনার মুখোমুখি হয়েছি বলেও জানান ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবির।


বিস্তারিত দেখুন এখানে,

Click this link

ও এখানে,

Click this link

বিষয়: বিবিধ

১৬১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File