রাষ্ট্রপতির স্ন্যাক্স খেয়েই উনারা তৃপ্ত---বলছিলাম সাবেক ছাত্র ইউনিয়ন নেতা ফখরুল সাহেবের কথা!
লিখেছেন লিখেছেন মু নূরনবী ২১ নভেম্বর, ২০১৩, ১১:৫৮:৪৮ রাত
তিনি একজন ক্লিজ ইমেজের নেতা। পরিচ্ছন্ন রাজনীতিবিদ। ম্যাডাম কেন তাকে ভারমুক্ত করছেন না? এ নিয়ে চারিদিকে উশখুশ! কেমন বাকপটু। অথচ ভাইয়্যা তার উপর নাখোশ!
কেন ভাইয়্যা নাখোশ, আর কেনই বা ম্যাডাম তাকে ভারমুক্ত করছিলেন না-আমাদের মত অনুর্বর মস্তিষ্কের মানুষদের মাথায় না ঢুকলেও তিনবারের প্রধানমন্ত্রীর মাথায় ঠিকই বিষয়গুলো আছে।
হ্যাঁ, বলছিলাম বিএনপির মহাসচিবের কথা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা। বেশ প্রাঞ্জল ভাষায় বক্তব্য দিয়ে তিনি নজর কাড়তে সমর্থ হয়েছেন যেমনি। তেমনি, বোরকা পরে হাইকোর্টে উঠে...গরম খবর যুগিয়েছেন হাম্বা নিউজগুলোকে।
এই তো গত হরতালে উনাকে দেখা যায় নাই পার্টি অফিসে! শুধু তাই ই নয়, ম্যাডামও নাকি উনাকে ফোন করে পান নাই।
শিবিরের পুলাপানের কথা বাদ দেন। ওই গুলা মরুক তাতে উনাদের কি! কারণ উনারা অনেকই মনে করেন, আগামীতে ক্ষমতায় আসলে শিবির ওনাদেরও মাথা ব্যাথার কারণ হবে!!!
যাই হোক ভাইডি...চাঁদপুরে গুলি করে ছাত্রদলের যে ছেলেকে মারা হলো, কিংবা ফরিদপুরে যুবদলের যে লোকটাকে মারা হলো...আপনাদের পক্ষ থেকে কি কেউ গিয়েছেন তাঁদের বাড়ী, অন্তত তাদের মা-বাবা-স্ত্রী পরিজনকে শান্তনা দেওয়ার জন্য? যান নাই। আপনারা পল্টনে কার্যালয়ে কলাপসিবল গেট আটকিয়ে মিডিয়ার সামনে লাশের সংখ্যা তুলে ধরা পর্যন্তই সার!
তাহলে কেন নেতা কর্মীরা আপনাদের জন্য জানপণ লড়াই করবে? মন্ত্রীতো হবেন আপনারা! হালুয়া রুটি আর টিভি স্টেশন গড়ে তুলবে আলু-মালু-দুলু-ফালু-কালুরা! সুন্দরী মেয়ে গুলোকে নিয়োগ দেবে আর গাজীপুরে রঙ্গখানা করবে!
আর যখন আপনাদেরকে পুলিশ নেংটা করে পিছঢালা পথে টানবে তখন ফালুর টিভি স্টেশনে রহিম রুপবানের সিনেমা দেখাবে! মারহাবা...আমি বলি হাবা মার!
বলছিলাম ফখরুল সাহেবের কথা,...রাষ্ট্রপতির সাথে কথা বলে তিনিতো মহা খুশি!!! বঙ্গভবন থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বললেন, রাষ্ট্রপতি আমাদের ভালো স্ন্যাক্স খাইয়েছেন!!! কত বড় বলদ!!!
সারা দেশে ১০ দিনে নির্বাচন ফল প্রকাশ একসাথে
আজ আবার দেখলাম, সেনা কুঞ্জে তিনি সকল বামদের নিয়ে কি মহা খুশি। হাস্যোজ্জ্বল! আমার কেন জানি সন্দেহ হয়...কথা আছে রসুনের নাকি সংযোগ এক জায়গায়। এক সময়ের ছাত্র ইউনিয়ন করা এই নেতা আজ কালক্রমে বিএনপির মত দলের সেক্রেটারী। সন্দেহটা অমূলক না!
তাহলে কি দেশ আজ প্রো বামদের হাতে ?...
বিষয়: রাজনীতি
১৬৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন