স্বপ্নে দেখলাম একদল ডিবি পুলিশ আমাকে তাড়াচ্ছে!

লিখেছেন লিখেছেন মোঃ রবিউল ইসলাম ২১ নভেম্বর, ২০১৩, ১১:৪৩:৩৬ রাত

আমি প্রাইয় বঙ্গবন্ধুকে স্মরণ করি। মনে করি তিনি যদি বেঁচে থাকতেন তবে দেশটি এতদিনে উন্নত দেশে পরিণত হতো। আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো হয়ে যেতাম। সেদিন একটি স্বপ্নে আমি বিভোর হলাম। জাস্ট সেই স্বপ্নটি যতটুকু মনে আছে পাঠকদের উদ্দেশ্য তুলে ধরলাম। স্বপ্নে দেখলাম ডিবি পুলিশ আমাকে তড়াচ্ছে! খুব বিচলিত হলাম! দিলাম অনেক জোরে এক দৌড়, ওরাও আমাকে তাড়াতে লাগলো! হঠাৎ দেখালমা বঙ্গবন্ধু আমার সামনে এসে হাজির, তার বুকে মাথা লুকালাম কিন্তু ওরা বলল আপনার মেয়ের নির্দেশে একে ধরে নিয়ে যেতে হবে। তাকে আমরা গুম করব। তখন বঙ্গবন্ধু বলল, কবে থেকে এমন রাজনীতি শুরু হয়েছে? আমার সময় তো এমনটি ছিল না, আমিতো বিভিন্ন বাহিনী করে মানুষকে নির্যাতন করে মেরেছি। সিরাজ সিকদারকে আইনের আদলে মেরেছি। এখন গুমের রাজনীতিতো শুনে ভালোই লাগছে। সে তো আমার উপরের রাজনীতিবিদ হয়েছে। ডিবি পুলিশগুলো বলল সময় ফুরিয়ে যাচ্ছে সামনে নির্বাচন একে বেশি দিন বাঁচানো যাবে না! আমরা তাকে ধরে নিয়ে নির্যাতন করব, দুই দিন পরে লাশ আপনার কবরের কাছে ফেলে রাখবো। সকলে দেখে ভয় পাবে কেহ আওয়ামী বিরোধী হবে না। আর আপনার মেয়ে সুখী থাকবে কিয়ামত পর্যন্ত দেশে শাসন করতে পারবে। বঙ্গবন্ধু শুনে বলল আমার মেয়ে কবে থেকে এসব রাজনীতি শুরু করেছে আমি তো মানুষকে বাকশালে রেখে এসেছিলাম, সেটার খবর কি? ডিবি অফিসারগুলো বলল সেটি এখন নেই তবে, বর্তমানে ডিজিটাল থুথুবাবাকে নিয়ে দেশটাকে ডিজিটাল বাকশাল কায়েম করেছে। দেশে কোন ইসলামী দল থাকবে না। কেননা ওরা খুব সন্ত্রাস করে। তাই তাদের সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ রুখতে আপনার হাতে গড়া ছাত্রলী বিসিএস ক্যাডার ও নন বিসিএস ক্যাডার পিস্তল, রামদা, লগি বৈঠা নিয়ে খুব যত্নের সাথে সশস্ত্র সন্ত্রাস করে ইসলামী সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ বন্ধের একান্ত প্রচেষ্টা করছে। দেশের জনগণ আপনার মেয়ের নেতৃত্বে খুব খুশি। তবে আপনি বেঁচে থাকলে আপনার মেয়েকে একটু সাহস দিতে পারতেন। আপনার যোগ্য সন্তান হয়েছে। ডিবিগুলো আমাকে বঙ্গবন্ধুর নিকট থেকে টেনে হিঁচড়ে নিতে চাচ্ছে এমন সময় ঘুম ভেঙে দেখি আমার কীর্তনখোলা লঞ্চটি কেবিনের গেটে কে যেন কড়া নাড়ছে। অনেক ধন্যবাদ!!

বিষয়: রাজনীতি

১১২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File