যেভাবে Google কে আপনার ব্যক্তিগত তথ্য নেওয়া থেকে বিরত রাখবেন Waiting

লিখেছেন লিখেছেন নীলসালু ১৯ মার্চ, ২০১৩, ০৪:২১:৩৮ বিকাল

আমরা যারা ফেসবুক ব্যবহার করি বা ব্যক্তিগত ব্লগ অথবা ওয়েভসাইট রয়েছে তাদের নিরাপত্তার ক্ষেত্রে এই পোস্টটি বেশি কাজে আসবে বলে মনে করি।

আসুন গুগুলের তথ্য নেওয়ার পদ্ধতি সম্পর্কে কিছু জানি----

গুগল এডসেন্স যা আপনার পেজের কনটেন্ট অনুযায়ী বিজ্ঞাপন দেখায় এবং গুগল এনালাইটিক্স যা ওয়েব মাস্টাররা ব্যাবহার করে ভিজিটর/ব্যবহারকারীর স্থান,ব্রাউজার,সময় ইত্যাদি সংগ্রহ করে তাদের কাছে রাখে যা আপনি অথবা অন্য কেউ পরবর্তিতে সার্চ দিলেই সেকেন্ডের মধ্যেই বেরিয়ে আসে।আপনি কোন গুগোলের কোন সার্ভিস ব্যাবহার না করলেও এই তথ্য গুলো গুগল খুব সহজেই সংগ্রহ করতে পারে।

তাদের এই তথ্য সংগ্রহের অন্যতম কারন হল আপনার ব্রাউজার,ইচ্ছা অনুযায়ী টার্গেটেড বিজ্ঞাপন আপনার ওয়াব পেজে সরবরাহ করা।

আপনি যদি মনে করেন যে আপনি কোন তথ্য গুগলকে দিতে চান না তাহলে আকটা অ্যাড অন আপনার ব্রাউজারে ইন্সটল করে নিতে পারেন!

এ সম্পর্কে গুগল বলছে-"Provide website visitors more choice on how their data is collected by Google Analytics; we have developed the Google Analytics Opt-out Browser Add-on. The add-on communicates with the Google Analytics JavaScript (ga.js) to indicate that information about the website visit should not be sent to Google Analytics."

প্রায় বেশিরভাগ ইউজারই গুগুল ক্রোম ও মজিলা ব্যবহার করে থাকে তাই ছবিতে আমি শুধু এই দুইটা নিয়েই আলোচনা করলাম-

গুগুল ক্রোমের ক্ষেত্রে:



ব্রাউজারের এড্রেস বারে গিয়ে tools.google.com/dlpage/gaoptout লিখে এন্টার চাপুন



কিছুক্ষণ অপেক্ষা করার পর উপরে দেখানো একটা বক্স দেখতে পাবেন এবং ছবিতে দেখানো স্থানে ক্লিক করবেন



তারপর "এড টু ক্রোম" এর মধ্যে ক্লিক করলেই এড অন টি আপনার গুগুল ক্রোম ব্রাউজারে এড হয়ে যাবে!!

মজিলা ফায়ারফক্স এর ক্ষেত্রে:



ব্রাউজারের এড্রেস বারে গিয়ে tools.google.com/dlpage/gaoptout লিখে এন্টার চাপুন



কিছুক্ষণ অপেক্ষা করার পর উপরে দেখানো একটা বক্স দেখতে পাবেন এবং ছবিতে দেখানো স্থানে ক্লিক করবেন



ক্লিক করার পর উপরে দেখানো ছবির মতো একটা পেজ আসবে এবং আপনি "এক্সসেপ্ট এন্ড ইন্স্ত্রল" এ ক্লিক করবেন



তারপর দেখবেন ব্রাউজারের উপরে বাম কর্নারে একটা বক্স আসবে ছবিতে দেখানো বক্সের মতো।আপনি "এলাউ" তে ক্লিক করলেই এড অন টি আপনার মজিলা ফায়ারফক্সের জন্য এড হয়ে যাবে!!

সমস্যা হলে মেসেজে অথবা কমেন্টে জানান

আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক

বিষয়: বিবিধ

১৯৮০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File