স্বামীকে থানায় আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করলো পুলিশের এএসআই মেহেদী!!
লিখেছেন লিখেছেন নীলসালু ১৬ এপ্রিল, ২০১৫, ০৬:৫৩:১০ সন্ধ্যা
মেহেদী হাসান।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই)
গত বছরের শেষেরর দিকে স্থানীয় বিএনপি কর্মী জুম্মানকে গ্রেপ্তার করে। স্বামীকে ছাড়িয়ে আনতে থানায় যায় তার স্ত্রী। সেই সুবাদে এএসআই মেহেদী হাসানের সঙ্গে পরিচয় হয় তার। সহযোগিতার আশ্বাস দিয়ে পুলিশ কর্মকর্তা ও ওই নারীকে নিয়ে এখানে সেখানে চলাফেরা শুরু করেন।
এক পর্যায়ে গত দুই মাস আগে জুম্মানের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে বসেন এএসআই মেহেদী। প্রস্তাবে রাজী না হলে তার স্বামী জুম্মানকে বিভিন্ন গুরুতর মামলায় জড়ানোর হুমকি দেন মেহেদী।
গত ১০ ফেব্রুয়ারি এএসআই মেহেদী কৌশলে জুম্মানের স্ত্রীকে শহরের কলেজপাড়ায় জেলা প্রশাসকের বাসভবনের পেছনের আল-বাতুল মহিলা মাদরাসা সংলগ্ন এক ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে জোর পূর্বক তাকে ধর্ষণ করে। এরপর থেকে স্বামীকে রিমান্ডে নেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার বিভিন্ন স্থানে তার সঙ্গে জোর করে শারিরীক সম্পর্ক তৈরি করেন এএসআই মেহেদী।
এক পর্যায়ে অসম্মতি জানালে তাকে বিভিন্নভাবে হেনস্থা করে এএসআই মেহেদী। সবশেষে ওই মহিলা থানায় মামলা করতে গেলে পুলিশ তার মামলাও নেয়নি। (সূত্র; আমার বাংলাদেশ)
হায়রে.....এভাবে কত স্ত্রীর স্বামী জেলে আছে তার তো কোন হিসেবই নেই। আজ জুম্মানের স্ত্রীর সাথে হলো, এমন অনেকের সাথেই হচ্ছে। যা ঢাকা পড়ে যায় ধাপটের কাছে।
বিষয়: বিবিধ
৪৮১৪ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন